অভিষেকের হুংকার:বিধানসভায় 250 টিরও বেশি আসন পাবে তৃণমূল

2019-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। কারণ পশ্চিমবঙ্গের 42 টি সিটের মধ্যে 18 টি সিটই দখল করে নিয়েছে বিজেপি। আর 22 টি সিট তৃণমূল পায়। সুতরাং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে লোকসভায় লেজেগোবরে অবস্থা হয়েছে তৃণমূলের।

বিরোধীরা অভিযোগ করেছে ডায়মন্ড হারবারে অভিষেক নাকি রিগিং বা ছাপ্পা ভোটে জিতেছে। এই রিগিং ছাড়া তার জেতা নাকি কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন যে তার এলাকায় অর্থাৎ ডায়মন্ড হারবারে 100 বার ভোট হলেও তিনিই জিতবেন।

তিনি রীতিমতো বিজেপিকে হুংকার দিয়ে দিয়েছেন। তার কথা মতে দম থাকলে বিজেপি ব্যালটবক্সে ভোট করে দেখাক। বিধানসভায় 250 টির-ও বেশি আসন পেয়ে জিতে যাবে তৃণমূল এমনটাই তার আশা। এমনিতেও পশ্চিমবঙ্গের মানুষের দেখার আশায় কোন দল ক্ষমতায় আসতে চলেছে কারণ এবারে বিরোধী পক্ষ হিসেবে বিজেপি প্রবল কারণ বামেরা লোকসভা ভোটে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন।

One thought on “অভিষেকের হুংকার:বিধানসভায় 250 টিরও বেশি আসন পাবে তৃণমূল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *