খেলাসর্বশেষ

বাংলা তথা সারা ভারতবর্ষের মুখ উজ্জল করলেন ক্রীড়াবিদ প্রণতি নায়েক

বাংলা তথা সারা ভারতবর্ষের মুখ উজ্জল করলেনপশ্চিম মেদিনীপুর জেলার (পিংলার করকাই চককৃষ্ণদাস গ্রামের) সাধারণ পরিবারের কন্যা প্রণতি নায়েক। ছোটো থেকেই ইচ্ছে খেলাধুলো করার। আর সেই খেলা ধুলাই এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলা তথা ভারতের মুখ উজ্বল করার অন্যতম কারিগর এজেলার পিংলা ব্লকের অতি দরিদ্র পরিবারের প্রনতি নায়েক। ইচ্ছেটা প্রাথমিক বিদ্যালয় জীবন থেকেই। বয়স তখন খুব অল্প । স্কুল জীবন শুরু পিংলার করকাই শিশুশিক্ষা কেন্দ্র থেকে। তারপর তেমাথানি মনসারাম প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা ধুলোর জীবন শুরু। ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে ক্রীড়া বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম হয়েছিল প্রনতি নায়েক। সেই সময় জিপন্যাস্টিক প্র‍্যাক্টিস করতেন নিজ গুরু শীবাসিক চক্রবর্তীর কাছে। পারিবারিক অস্বচ্ছলতা থাকা সত্তেও কোলকাতার সাইতে প্র‍্যাক্টিস করতে যেত প্রনতি। ওখানে কোচ মিনারা বেগমের চোখে লাগে প্রনতির জিপন্যাস্টিক। ২০০৫ সালে সরকারী সহযোগিতা পান প্রনতি। তারপর থেকে শুরু হোলো বাংলা জয়ের দৌড়। বাংলার বিভিন্ন জায়গায় পর, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করলো প্রনতি। সংবাদ শিরোনামে উঠে আসতে শুরু হোলো বাংলার এই মেয়েটির নাম। রাজ্য সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক খেলায় জিপনাস্টিক বিভাগে গোল্ড মেডেল পেয়েছে। ২০১১ সালে রাঁচি এবং ২০১৫ সালে কেরালায় খেলেছে। ২০১৪ সালে এশিয়ান গেমে চীন খেলতে গিয়েছিল। খেলেছে লন্ডন, জাপানেও। গত বছর সে এশিয়ান গেমসের ফাইনালে উঠলেও সেবার দেশের জন্য কোন মেডেল আনতে পারেনি । এবারে সেই উদ্যমকে কাজে লাগিয়ে শুক্রবার মঙ্গোলিয়ায় সিনিয়ার এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়ানশিপসে ভল্ট ইভেন্টে এ দেশের জন্য ব্রোঞ্জ জিতে নিলো প্রণতি। খুব শীঘ্রই বাড়ী ফিরবে পিংলায় জিমন্যাস্ট প্রণতি নায়েক।

365রিপোর্টার এর পক্ষ থেকে অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রণতির জন্য।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *