কলকাতারাজ্যসর্বশেষ

টাকি রোডে পোড়ানো হলো ১০০ কিলো গাঁজা, চাঞ্চল্য ঘটনাস্থলে

সম্প্রতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় (Ganja In Deganga, North 24 Pgs) গাঁজার ব্যবসার বাড়বাড়ন্ত লক্ষ্য করেছিল এলাকাবাসী। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এলাকাবাসী নিজেরাই এ বিষয়ে হস্তক্ষেপ করে। এক ব্যবসায়ী থেকে উদ্ধার হওয়া ১০০ কেজি গাঁজা প্রকাশ্য রাস্তাতেই পুড়িয়ে ফেলে এলাকাবাসী।

এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার বেড়াচাঁপা এলাকায়। গাঁজার ব্যবসার বাড়বাড়ন্তে এলাকায় বেড়ে চলেছিল মাদকাসক্তি এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্য। বিক্ষোভ দেখিয়ে বা অভিযোগ করে কোন কাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই রুখে দাঁড়ান। অবশেষে দুই গাঁজা ব্যবসায়ীকে হাতেনাতে ধরে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে দেয় বাসিন্দারা।

এই ঘটনার মধ্যেই কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গাঁজা উদ্ধার করতে এসে কিছু গাঁজা হস্তগত করার চেষ্টা করে। তার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড (Taki Road, West Bengal)। বারাসাত থেকে কলকাতা যাবার প্রধান পথ এই টাকি রোড।

ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গাঁজার ব্যবসা আইনসিদ্ধ না হলেও বেশ কিছু অঞ্চলে এই ব্যবসা রমরমিয়ে চলছে বলেই এলাকাবাসীরা জানান। তার ফলেই যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এই ঘটনার ইতি টানতে এই পদক্ষেপ নেয় এলাকাবাসী।