খেলাসর্বশেষ

19 দিনে পাঁচবার সোনা জিতলেন বাংলার সোনার মেয়ে হিমা দাস

চেক রিপাবলিক-এ শনিবার 400 মিটার দৌড়ের প্রতিযোগিতায় নামেন হিমা দাস। মাত্র 52.09 সেকেন্ড সময়ে ভারতের দৌড়বিদ এই কাংখিত দূরত্ব অতিক্রম করেন। মরশুমের থেকেই হিমা দাস অপ্রতিরোধ্য।

মোটের উপর স্বপ্নের ফর্মে রয়েছেন 19 বছরের এই বাঙালি দৌড়বিদ হিমা দাস ।আন্তর্জাতিক মঞ্চ থেকে শনিবার পুনরায় সোনা জিতলেন ভারতের জন্য। এই 19 দিনে এ সর্বমোট পঞ্চম আন্তর্জাতিক সোনা ঘরে আনলেন হিমা দাস ।

গত শনিবার চেক রিপাবলিকের 400 মিটার দৌড়ের এই প্রতিযোগিতায় হিমা দাস মাত্র 52.09 সেকেন্ডে কাঙ্ক্ষিত দূরত্ব অতিক্রম করেন এবং পঞ্চম বারের জন্য সোনা জিতেছেন।

স্প্রিন্টারের সফল অভিযানের শুরু হয় 2 জুলাই সোনা জেতার মধ্য দিয়ে। ইউরোপের পোজনান অ্যাথলেটিক্স প্রিক্সে 200 মিটারের প্রতিযোগিতায় প্রথম সোনা জেতেন। এর পর কুতনো,কল্দনো ও চেক প্রজাতন্ত্রের 200 মিটার দৌড়ে সেরা হন এবং সোনা জিতে আনতে সক্ষম হন। একমাত্র পঞ্চম বারের জন্য সোনা জেতেন 400 মিটার এর এই দৌড় প্রতিযোগিতায়। সুতরাং বাঙালির জন্য এক বড় গর্বের বিষয়

গত বুধবার তাবর মিটে 200 মিটার দৌড়ে সোনা জেতেন এবং তিনি তার কাঙ্ক্ষিত দূরত্ব অতিক্রম করেছিলেন 23.25 সেকেন্ডে। যদিও তার ব্যক্তিগত সবচেয়ে সেরা সময় 23.10 সেকেন্ড। সুতরাং বাঙালি তথা ভারতবাসীর জন্য এক বড় গর্বের বিষয়। ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।

One thought on “19 দিনে পাঁচবার সোনা জিতলেন বাংলার সোনার মেয়ে হিমা দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *