খবরটেকনোলজিদেশবিজ্ঞানসর্বশেষ

নাসার ইতিহাসে যুক্ত হলো দুই বাঙালিসহ ৪ ভারতীয় বিজ্ঞানীর নাম

মঙ্গলে আদৌ প্রাণ আছে কিনা এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন বহুদিন আগে থেকেই। বিজ্ঞানীদের মধ্যে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মঙ্গলে প্রাণ সংক্রান্তঃ নানান রকম বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। কেউ কেউ বলত মঙ্গলে প্রাণের সন্ধান পাওয়া গেছে, আবার কেউ সঠিক বলতে পারতো না সুতরাং এই প্রশ্নের উত্তরে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। (2 bengali cum 4 indian lead nasa lander rover sets it foot on red planet mars)

মঙ্গলে আদৌ সত্যি সন্ধান পাওয়া যাবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলে পা দিয়েছেন অনেক বিজ্ঞানী তবে, অবশেষে এই প্রশ্নের উত্তর কিছুটা হলেও সমাধান হতে পেরেছে কারণ, নাসা মঙ্গলের বুকে অবশেষে পা রাখতে পেরেছে, তবে এইবার ভারতীয়দের পক্ষে একটি বিশেষ গর্বের ব্যাপার কারন এই যাত্রার সাথে যুক্ত রয়েছেন চারজন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। খবর সূত্রে জানা গেছে যে, ভারতে যে সময় রাত দেড়টা সেই সময়ে লাল গ্রহ তে পা রেখেছেন সর্বাধুনিক ল্যান্ডার এবং রোভার পারসিভেরেন্স। (nasar itihase bongo sontan er naam)

বৃহস্পতিবার দিন এই যাত্রা শুরু করেন নাসা। নাসার অত্যাধুনিক সমস্ত যান এখন মঙ্গলে খুঁজে বেড়াচ্ছেন সন্ধান এর অস্তিত্ব। এইবার প্রথম মঙ্গলের বুকে নাসা যে হেলিকপ্টার তৈরি করেছে সেটাও উড়বে এই ব্যাপারটি নিয়ে এই প্রচণ্ড উত্তেজিত রয়েছে বিজ্ঞানীরা। মঙ্গলেও এবার উড়বে হেলিকপ্টার। পারসিভেরেন্সের ওপর নির্ভর করে এই হেলিকপ্টার মঙ্গলে উড়বে। এই হেলিকপ্টারটির নাম ইনজেনুইটি।

এই হেলিকপ্টারটির চিফ ইঞ্জিনিয়ার হলেন জে বব বলরাম। জেবা বলরাম ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছেন এবং আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন তার পরেই পলিটেকনিক ইনস্টিটিউট সংস্থা থেকে পাশ করে পিএইচডি জেপিএল সংস্থায় চাকরিতে প্রবেশ করেন। অন্যদিকে এক ভারতীয় বংশোদ্ভূত স্বাতী মোহন, বেঙ্গালুরুর, জিএনঅন্ডসি এর দায়িত্বে রয়েছেন। শনিতে এর আগে ক্যাসিনি মহাকাশযান পাঠানো হয়েছিল এবং গ্রিল নামের একটি যানকে পাঠানো হয়েছিল, চাঁদে এই দুটি মহাকাশযানের যাত্রাতেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন স্বাতী। (Mars Lander Rover Persiverance Chief Engineer J Bob Balaram JBL from Bengaluru. Swati Mohan on J and C duty )

তবে জানা গেছে যে, নাসার এই অভিযানে দুজন বাঙালি বংশোদ্ভূত বিজ্ঞানীর নাম রয়েছে। হেলিকপ্টার উড়বে গ্রহে এটা নিয়ে অনেকেই স্বপ্ন দেখেছিলেন এর মধ্যে বিশেষ একজন হলেন অনুভব দত্ত। পূর্ব মেদিনীপুরের মহিষাদল সংলগ্ন গ্রাম ঘাগড়া, সেখানেই তিনি জন্মগ্রহণ করেন এবং তারপরেই এই হেলিকপ্টার বিষয়টিকে নিয়ে নানান রিসার্চ করতে শুরু করেন। আরাক বাঙালির নাম হলো সৌম্য দত্ত। সৌম্য দত্ত একটি অত্যাধুনিক প্যারাসুট তৈরি করেছিলেন যার, ওপর ভর করে আর ২০২০ সালের মার্চ মাসে রোভার মঙ্গলে নেমেছিল। (Soumya Dutta NASA Bengali scientist. Anubhav Datta Nasa)

2 bengali cum 4 indian lead nasa lander rover sets it foot on red planet mars
নাসার ইতিহাসে যুক্ত হলো দুই বাঙালিসহ ৪ ভারতীয় বিজ্ঞানীর নাম