কলকাতাখবরসর্বশেষ

খিদিরপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু বাইশ বছরের এক তরুনীর

মূলত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে খিদিরপুর রোডে। আর প্রকৃত ঘটনাস্থলটি হল খিদিরপুর রোড এবং দ্বিতীয় হুগলি সেতু কে যেখানে সংযোগ করেছে সে স্থানটি। মূলত গতকাল রাত 9 টার দিকে এক যুবক তার বান্ধবীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। (22 years old young girl passes away due to bike accident in Kidderpore, Kolkata. 2nd Hooghly Bridge Scooty accident News.)

জানা গেল, দুজনে পার্টি করে বাড়ি ফিরছিলেন। আর খিদিরপুর রোডে এসে তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যুবক এবং যুবতী দুজনেই স্কুটি থেকে ছিটকে পড়েন। দুজনকে পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করা হয়।

দুজনেই জখম হন। যুবতীর জখমের মাত্রা খুব বেশি ছিল। আর আজকে ভোর পাঁচটার দিকে এসএসকেএমের চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করে।

তবে যুবক এবং যুবতী দুজনেরই মাথায় হেলমেট ছিল। আর স্কুটির গতি সেরকম একটা বেশি ছিল না। অর্থাৎ তারা কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। তা সত্ত্বেও এরকম দুর্ঘটনা ঘটে যায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়।

জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি হাওড়ার বালিতে। এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই তার পরিবারে শোকের ছায়াতে স্তব্ধ হয়ে গিয়েছে। অপরদিকে হেস্টিংস থানাতে এরকম অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

22 years old young girl passes away due to bike accident in Kidderpore
খিদিরপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু বাইশ বছরের এক তরুনীর

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।