চিনে নিন ২৫ বছর বয়সী বিহারের মুখ্যমন্ত্রী পদে মনোনীত নতুন পার্থীকে
সামনে আসতে চলেছে ভোট। আর যখন কথা আসে রাজনীতির সেখানে বিহারের রাজনীতি নিয়ে আলোচনাটি একটি অন্যরকম পর্যায়ে শুরু হয়ে যায়। তবে এইবার বিহারের রাজনীতিতে দেখা যাচ্ছে একটু অন্যরকম ঝলক। বিহারকে সবদিক থেকে সর্বশেষ্ঠ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আশ্বাস দিচ্ছে মাত্র ২৫ বছর বয়সী এক তরুণী। কে এই মহিলা এবং কিভাবে তিনি বিহার কে নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছেন আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক (25 years old newcomer named Pushpam Priya Choudhary the post of Chief Minister of Bihar)।
পুষ্পম প্রিয়া চৌধুরি নামক ২৫ বছর বয়সী এই মহিলা, পাবলিক এডমিনিস্ট্রেশন এর উপর স্নাতকোত্তর করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এবং দীর্ঘ সময় ধরে ডেভলপমেন্ট স্টাডিজ করেছেন সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে। অবশেষে দেশে ফিরে বিহারকে উন্নয়নের পথে যেতে দেখা তার স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে পুষ্পম। পুষ্পম নিজের একটি দলও গঠন করেছে বলে জানা গেছে, তিনি দলটির নাম দিয়েছেন “প্লুরাল”। তার দলের ট্যাগলাইন টি হল “এভরিওয়ান গভর্নস” (Plural Party slogan Everyone Governs)।

জানা গেছে পুষ্পম নাকি এইবারের বিহারের আসন্ন বিধানসভার মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়ে লড়ছেন। পুষ্পম তার দল গঠনের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিয়েছে শিক্ষিত যুবকদের উপর। পুষ্পম এর পরিকল্পনা হলো ২০৩০ সালের মধ্যে বিহারকে উন্নয়নের পথে নিয়ে গিয়ে বিশ্বের শ্রেষ্ঠ স্থান গুলির তালিকা বিহারের নাম নথিভূক্ত করানো। তিনি জানিয়েছেন এতদিন পর্যন্ত মানুষের মনে বিহারের রাজনীতি নিয়ে যে খারাপ প্রভাবটা ছিল সেটি তিনি সম্পূর্ণরূপে বদলাতে চান।
বিহার মানেই যে দুর্নীতির আঁতুড়ঘর সেটি সম্পূর্ণ ভুল প্রমাণ করতে চান তিনি। তিনি এটিও বলেছেন বিহারের মানুষ শান্তি চায় তার সাথে চায় উন্নয়ন, যেটি আজ অব্দি তেমনভাবে সম্ভব হয়নি। বিগত তিনবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসনে থাকাকালীনও বিহারে তেমন কিছু উন্নয়ন দেখা যায়নি বলে দাবি তার, তাই তিনি পার্টনার বাঁকিপুর অঞ্চল থেকে এইবার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।
তবে এর ভবিষ্যৎ কি হবে, পুষ্পম বিহারকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কিনা সেটি একমাত্র লড়াইয়ের ময়দানে নির্বাচনের পরই বোঝা যাবে।