খবরদেশরাজনীতিসর্বশেষ

Bihar Election 2020 : প্রথম দফার ভোট শেষ হয়ে দ্বিতীয় দফায় পদার্পণ করল বিহারের ভোট

Bihar ELection 2020 : কিছুদিন আগেই প্রথম দফার ভোট শেষ হলো বিহারে। এইবার শুরু হলো দ্বিতীয় দফার ভোট দান পর্ব। ভোট পাওয়ার লড়াই আছে ৯৮ টি কেন্দ্র ১৭ টি জেলার। সকলেই এখন রেজাল্টের অপেক্ষা কার পক্ষপাতিত্ব করছে বিহার ? এনডিএ জোট না আর আরজেডি মহাগঠবন্ধন? কার ওপর মানুষের ভরসা? এখন প্রশ্ন একটাই। (2nd stage of Bihar Election 2020 starts. Also, Tejashwi Yadav agni pariksha starts. NDA vs RJD)

করোনার প্রভাবে আগে যে সমস্ত ভোটের বিষয়ে সমীক্ষা হয়েছিল সেগুলোর প্রায় ওলটপালট। কারণ এখন পরিযায়ী শ্রমিকরা রাগে ফুঁসছে। সুতরাং কে জিতবে এই নিয়ে সকলেই চিন্তিত। (Parijayi Sromik ar angry now)

বিহারের ভোট নিয়ে প্রায় সাতটি সভা করেছিলেন নরেন্দ্র মোদি। কমিশনের পক্ষ থেকে খবর পাওয়া যায় যে, বিহারের দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৩৬ জন ভোট প্রার্থী আছেন, যার মধ্যে পুরুষ প্রার্থী ১৩১৬ জন এবং মহিলা প্রার্থী রয়েছে ১৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে একজন।

দ্বিতীয় দফায় ভোটারের সংখ্যা প্রায় দুই কোটি পঁচাশি লক্ষ। বিহারের দ্বিতীয় দফার সবচেয়ে বড় জায়গা হল মহারাজগঞ্জ সেখানে প্রার্থীর সংখ্যা ২৭ ।

বিহারের দারাউলি হল সবচেয়ে ছোট এখানে প্রার্থী মাত্র চারজন। এছাড়া এইবারের লড়াইয়ের জন্য আছেন হেভিওয়েট কিছু প্রার্থী। এই ভোটের মাধ্যমে আজ অগ্নি পরীক্ষা দিতে চলেছে আরজেডির প্রার্থী তেজস্বী যাদব।

হাসানপুরের লড়াইয়ে দাঁড়িয়েছেন তেজস্বীর দাদা তেজপ্রতাপ যাদব। (Tej Pratap Yadav, the elder brother of Tejashwi Yadav)

বিহারের দ্বিতীয় দফার ভোটে প্রায় ১৭ জেলার মানুষ আজ তাদের মতামত জানাবেন ভোটের মাধ্যমে। আপাতত ইভিএম কিছু কিছু কেন্দ্রে বিকল হয়ে গেছে, এরকমই খবর পাওয়া গেছে। চিরাগ পাসোয়ান সকালবেলাতেই ভোট দিয়ে গেছেন। (Chirag Paswan from Lok Janshakti Party- LJP)

তবে এখন একটাই প্রশ্ন, পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা হয়েছিল সেই সমস্যার ফলে তারা কার ওপর ভরসা করে ভোট দান করবে ? এখন সকলের মনেই প্রশ্ন বিহারের গদি উল্টো হয়ে যাবে নাকি স্থায়ী থাকবে বর্তমান সরকার ? (Lakh takar proshno : will Nitish Kumar Govt able to win the election again)

2nd stage bihar election 2020 tejashwi yadav agni pariksha
Bihar Election 2020 : প্রথম দফার ভোট শেষ হয়ে দ্বিতীয় দফায় পদার্পণ করল বিহারের ভোট (Credit : Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।