কলকাতাখবরসর্বশেষ

ঘটকপুকুর এর ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ৩

এবারকার ঘটনাস্থল ভাঙ্গড়ের ঘটকপুকুর। আর ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ। রেস্তোরাঁ এবং দোকান থেকে জিনিসপত্র উদ্ধার করতে আগুন লাগা অবস্থায় দোকানের ভেতর ঢুকে যান ওই দোকানের মালিকসহ তিনজন। তবে অগ্নিদগ্ধ হয়ে নিজেরাই মৃত্যুবরণ করেন। (South 24 Parganas News : 3 dead due to massive fire and gas cylinder burst in Ghatakpukur, Bhangar)

প্রকৃতপক্ষে শুরুতে আগুন লেগেছিল ঘটকপুকুর এর একটি কেরোসিনের দোকানে। পরবর্তীকালে সেই আগুন পাশের খাবারের দোকানে ছড়িয়ে যায়। দোকানের জিনিসপত্র উদ্ধার করতে রেস্তোরাঁর মালিক সহ তিন ব্যক্তি ভিতরে ঢোকেন। আর সেই মুহূর্তেই দোকানে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে।

অতি দ্রুততার সাথে অগ্নিদগ্ধ পরিস্থিতিতে তিনজনকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত হন।

তিনি জানালেন,”খুব দুঃখজনক। আমরা সরকার থেকে পাশে আছি। মুখ্যমন্ত্রী অলরেডি আমাকে জানিয়েছেন যে, পরিবার পিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”

অর্থাৎ তিনটি পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। অপরদিকে দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টা করার পর আগুন অবশেষে নিয়ন্ত্রণে চলে আসে।

দমকল বাহিনীর কর্তৃপক্ষ জানান যে, তারা চারটি ইঞ্জিন ব্যবহার করেছেন। আর দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল দক্ষিন 24 পরগনার ভাঙ্গড়ের ঘটকপুকুর।

3 dead due to massive fire and gas cylinder burst in Ghatakpukur
ঘটকপুকুর এর ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ৩ (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।