খবররাজ্যসর্বশেষ

খড়্গপুরের কাছে রেল দুর্ঘটনায় নিহত কর্মরত তিন রেলকর্মী, আহত এক

আরো একবার ঘটে গেল দুর্ঘটনা। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ গামী বিশেষ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজন রেলকর্মী। শনিবার সকাল দশটা নাগাদ মাঝে লাইন দিয়ে এই বিশেষ দিনটি যাচ্ছিল খড়্গপুরের দিকে। সেখানে কাজ করছিলেন চারজন রেলকর্মী। গায়ে দিয়েছে সরাসরি ধাক্কা মেরে দেয় তাদেরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। বাকি একজন গুরুতর আহত অবস্থায় খড়গপুর রেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। (West Bengal Rail Accident News: 3 rail workers dead due to rail accident near Kharagpur, Paschim Medinipur, West Bengal)

ঘটনাস্থলে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছে গেছেন বালিচক স্টেশনে আধিকারিকরা। তড়িঘড়ি সেখানে পৌঁছে আহত এবং নিহতদের কর্মীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা দাঁড়িয়েছিল এক্সপ্রেস এখানে। সেই গাড়িতে করেই আহতকে খড়গপুর স্টেশন নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রেল হাসপাতালে।

এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন যে, খুবই দুঃখজনক ঘটনা এটি। আমাদের তিনজন সহকর্মীর মৃত্যু হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, নিহত রেল কর্মীদের নাম যথাক্রমে বাপি নায়েক, মানিক মন্ডল এবং নৃপেন পাল। আহত রেলকর্মীর নাম কিষান বেসরা। মানিকের বাড়ি রাধামোহন পুরে এবং কিষানের বাড়ি কোলাঘাটে। অন্য দুই জনের বাড়ি খড়গপুরে। নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন রেল। (Rail Worker – Bapi Nayek, Manik Mondal and Nripen Paul die due to rail accident)

3 rail workers dead due to raila accident near kharagpur
খড়্গপুরের কাছে রেল দুর্ঘটনায় নিহত কর্মরত তিন রেলকর্মী, আহত এক