পুলওয়ামায় সেনা-জঙ্গি লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি, শহীদ এক জওয়ান
শুক্রবার মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ে মৃত তিন জঙ্গি। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এ কে ফরটিসেভেন ও দুটি পিস্তল। এক জওয়ান ওই লড়াইয়ে আহত হয়। চিকিৎসার জন্য তাকে সেনা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় (3 Terrorists and 1 Indian Soldier dead in Pulwama attack, Kashmir)।
পুলওয়ামা জেলার জাদুরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবর ছিল সেনাদের কাছে। এরপরই সম্পূর্ণ এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেনা ঘেরাটোপে রয়েছে জেনে জঙ্গিরা গুলির লড়াই শুরু করে। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকেও।
এর আগে শুক্রবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় আলবদরের জেলা কমান্ডার শকুর সহ ৪ জঙ্গিকে নিকেশ করা হয়। এরা শ্রীনগরের প্রধান নিশার আহমেদের অপহরণকান্ড এবং হত্যায় যুক্ত ছিল। তাদের কাছ থেকে দু’টি এ কে ফরটিসেভেন রাইফেল ও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
কাশ্মীরের আইজি বিজয় কুমারের তরফে জানানো হয়েছে, প্রধানের অপহরণ ও হত্যার সঙ্গে যুক্ত গুলি লড়াইয়ে চার জঙ্গির মৃত্যু হয়েছে এবং এক জঙ্গি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। শোপিয়ানের কিলোরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল ভারতীয় সেনার কাছে।
জানা যায় বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। কিন্তু সেনা অভিযানে সমস্ত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এবং জঙ্গিদের ঘিরে ফেলার পাল্টা আক্রমণ চালানো হয় জঙ্গিদের তরফ থেকে। পাল্টা জবাব দেন সেনারাও। এর ফলে মৃত্যু হয় ৪ জঙ্গির। পরপর এরকম দুটি এনকাউন্টারের ঘটনায় জঙ্গিদের মৃত্যুর খবর জানিয়েছে জম্বু কাশ্মীর পুলিশ। সম্প্রতি এই জঙ্গি নিকেশের ঘটনা বড় সাফল্য ভারতীয় সেনার তরফে।