অপরাধখবরসর্বশেষ

Woman Trafficking : একই তরুণীকে সাতবার পাচার কাণ্ডে ৩ রাজ্যের ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ

Chattisgarh : ছত্রিশগড়ের এক ১৮ বছরের তরুণীকে প্রায় সাত মাসের ৭ বার বিক্রি করার জন্য পাচার করা হয়েছে। পাচার করার সাথে সাথে ওই ১৮ বছরের তরুণীকে বিয়ে দেওয়া হয়েছিল প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে সেই প্রতিবন্ধী ব্যক্তির নাম বাবলু। (4 men traffick an 18 years old young woman from Rajnandgaon, Chhattisgarh for 7 times. She is raped before selling and married to a paralysed man Bablu)

এই ১৮ বছরের তরুণীকে একাধিকবার বিক্রি করা হয়েছিল উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ অঞ্চলে কিন্তু সেপ্টেম্বর মাসে ওই তরুণীর আত্মহত্যা করেছিল। আত্মহত্যার তদন্ত করতে ৩ রাজ্যের পুলিশ নামে। এই তরুনীর আত্মহত্যা তদন্তে নামে ছত্রিশগড় মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের পুলিশরা। (Jashpur girl is unable to bear this exploitation and commits suicide.)

যথাযথভাবে তদন্ত করে এই আত্মহত্যাকাণ্ডের রহস্য ভেদ করার জন্য। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে ওই তরুণী যশপুরের বাসিন্দা। ওই তরুণী চাষের কাজে তার বাবাকে সাহায্য করত। জানা গেছে এক আত্মীয় তাকে চাকরির লোভ দেখিয়ে ছত্তিশগড় নিয়ে যায়। পুলিশ সূত্রে আরো জানা যায় যে তরুণীকে অপহরণ করে তারপর টাকা দাবি করা হয়েছিল এবং তারপরেই সেই তরুণের পরিবারের লোকেরা পুলিশের কাছে অভিযোগ করেছিল। (nari pachar chakra)

অপহরণকারীরা সেই তরুনীর পরিবারকে হুমকি দিয়েছিল যে যদি টাকা না দেয় তাহলে তাদের মেয়েকে তারা মেরে ফেলবে। এই ঘটনার সূত্র নিয়েই ওই তরুণীর আত্মীয় পঞ্চম সিংহ সহ তার স্ত্রীকে অনেক জিজ্ঞাসাবাদ করে এবং তার পরেই জানা যায় যে তারা মাস সাতেক আগে ওই তরুণীকে ২০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছিল কাল্লু রাইকার কাছে।

এরপর প্রায় ৭০,০০০ টাকা বিক্রি করা হয় ওই তরুণীকে। তারপর তাকে একটি প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে অনেক বারই ওই তরুণীকে পাচার করা হচ্ছিলো তার জন্য তার মানসিক অবস্থা ভাল ছিল না। এরপর এক প্রতিবন্ধীর সঙ্গে বিয়ে দেবার যন্ত্রণা কোন মতেই মেনে নিতে পারেনি সে। তার মনে ছিল রাগ এবং ক্ষোভ তার জন্যই তিনি আত্মহত্যা করেন। আপাতত পুলিশ তদন্তে রয়েছে আর কোন মহিলাকে পাচার করা হচ্ছে কিনা।

Four man does this with her 7 times and police arrests them finally
Woman Trafficking : একই তরুণীকে সাতবার পাচার কাণ্ডে ৩ রাজ্যের ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ (প্রতীকী ছবি)