এক ধাক্কায় নেমেছে 5 ডিগ্রি পারদ, মেঘ সরে গেলে আসবে শীত
গুটি গুটি পায়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে শীতকাল। অক্টোবরের শেষের দিক হয়ে গেলেও এখনো পর্যন্ত সে রকম ভাবে জাঁকিয়ে পরেনি শীত। তাই একটু হলেও মন খারাপ ছিল বাঙালির। তবে গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই শুরু হয়ে গেছে শিরশিরানি হাওয়া।আজ অর্থাৎ শনিবার সকালে পূর্বাভাস অনুযায়ী ভোরবেলা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এর ফলে সারাদিন মুখ ভার ছিল আকাশের। সূর্যের দেখা পাওয়া যায়নি সারাটা দিন। (Weather Update : 5 degree celsius drops, the winter is coming)
বৃষ্টি শেষ হয় সকাল ছ টায়। এরপর বৃষ্টি থেমে গেলেও মেঘ সরে যায়নি আকাশ থেকে। পূর্বাভাস অনুযায়ী এটাই নাকি শীতের আগমনী বার্তা। তার মানে কাল পরিষ্কার আকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়বে শীত। এক ধাক্কায় প্রায় ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে উষ্ণতা। উত্তরে হাওয়ায় অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন আবহাওয়া বিদরা।
পুবালি হাওয়ার প্রভাব কমে গেলেও খুব তাড়াতাড়ি রাজ্যে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্জা। আজ ও কাল আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। এছাড়া দুই বোনকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজকের থেকে ৪ ডিগ্রি উপরে।
সারাদিন মেঘলা থাকার জন্য আজ শীতের প্রকোপ অনেকটাই কম। তবে কাল মেঘ সরে গেলেই শুরু হয়ে যাবে শীত। ভোরবেলা যেভাবে ঘন কুয়াশায় ঢেকে ছিল চারিপাশ, তাতে এবারে যে শীত বেশ রমরমিয়ে থাকবে বেশ কিছুদিন, তাই এখন থেকেই বোঝা যাচ্ছে।
