খবরখেলাদেশভাইরালসর্বশেষ

১৩ মিনিটে ১১১ টির তীর নিক্ষেপ করে বিশ্বরেকর্ড বছর পাঁচের সঞ্জনার

সত্যিই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকলো গোটা নেটদুনিয়া। সম্প্রতি ১৫ আগস্টের অনুষ্ঠানে পাঁচ বছরের এক ক্ষুদে কন্যার অসাধ্য সাধন চমকে গিয়েছে গোটা নেটদুনিয়া। পাঁচ বছরের সঞ্জনা মাথা নিচের দিকে করে ঝুলে মাত্র ১৩ মিনিটে ১১১টি তীর নিক্ষেপ করে অনন্য কৃতিত্বের পরিচয় দিয়েছে (5 years old girl named Sanjana from india set a global record for shooting)।

খুব কম সময়ের ব্যবধানে ১০০টির বেশি তীর নিক্ষেপ করে হিউম্যান আল্টিমেট ওয়ার্ল্ড রেকর্ডে (5 Years Old Sanjana Earns Human Ultimate World Record) নিজের নাম লিখিয়েছে পাঁচ বছরের সঞ্জনা। সম্প্রতি তাঁর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঞ্জনার ট্রেনার শিহান হুসেইনী জানিয়েছেন, ১৩ মিনিটে ১১১টি তীর নিক্ষেপ করার কৃতিত্ব এখনো পর্যন্ত কারো নেই। সঞ্জনা মাত্র পাঁচ বছর বয়সে এটি করে দেখিয়েছে এবং তাও উল্টো হয়ে মাথা নিচের দিকে করে ঝুলে।

সঞ্জনার পরিবারের এবং ট্রেনারের লক্ষ্য এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সঞ্জনাকে (Sanjana From Chennai) স্বীকৃতির ব্যবস্থা করা। ১৫ আগস্টের একটি অনুষ্ঠানে সঞ্জনা এই রেকর্ড গড়েছে। সঞ্জনার বাবার স্বপ্ন তার মেয়ে একদিন অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। ২০৩২ -এ অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে সঞ্জনা।

সঞ্জনার এই তীর নিক্ষেপের ভিডিও ভাইরাল হওয়ার পরই অনেকেই আশীর্বাদ এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সঞ্জনাকে। নেটিজেনরা আশা রেখেছেন সঞ্জনা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করবে(One Day Sanjana Will Make Mother India Proud)। প্রতিভা যে অধ্যাবসায় ও ঈশ্বরের আশীর্বাদের মেলবন্ধনে হয়, তা আরো একবার প্রমাণ করলো এই বিস্ময় সৃষ্টিকারী বালিকা সঞ্জনা।