খবরটেকনোলজিসর্বশেষ

মাত্র 2,500 টাকায় 5G স্মার্টফোন ! জেনে নিন বিস্তারিত । Smartphones Under Rs 2,500

টুজি থ্রিজি এখন অতীত, আমরা এখন ফোরজি স্মার্টফোন ব্যবহার করে অভ্যস্ত। তবে কিছুদিনের মধ্যেই আমাদের কাছে এসে পড়বে আরো উন্নত নেট পরিষেবা। মাত্র পাঁচ হাজারেরও কম দামে পাওয়া যাবে ফাইভ জি স্মার্ট ফোন। পরে সেটি আরো কমে পাওয়া যেতে পারে। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও একেবারে সত্যি এই ঘটনাটি। খুব তাড়াতাড়ি ভারতবর্ষে সস্তা হতে চলেছে ফাইভ জি স্মার্টফোনের দাম। ভারতবর্ষের টেলিকম ক্ষেত্রে অন্য বদল আনতে চলেছে রিলায়েন্স জিও। এর আগেও সকলের কাছে ফোরজি পরিষেবা দিয়ে সকলের প্রিয় পাত্র হয়ে দাঁড়িয়েছে রিলায়েন্স জিও। তার পাশে দাঁড়াতে পারেনি এয়ারটেল ভোডা ফোনের মত অন্যান্য সংস্থা। এখন মানুষের কাছে এক নম্বর চাহিদা রিলায়েন্স জিওর। (Times of 2G, 3G are gone. Reliance Jio is going to launch cheap 5G smartphones in India. 5g smartphone under rs 2,500)

এইবার দেশবাসীকে আরও একটু বেশী চমক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আস্তে আস্তে আরো অগ্রসর হতে চাইছেন মুকেশ আম্বানি।কেন্দ্রীয় সরকারের বিষয়টিকে অগ্রাধিকার এর জন্য বিবেচনা করেছে। চলতি পরিস্থিতির জন্য এই ব্যবস্থা পিছিয়ে করে দেওয়া হয়েছে পরের বছর। তবে ইতিমধ্যেই স্যামসাং, আইফোন, রিয়েলমি, ওপো,মটোরোলার মত প্রথম সারির মোবাইল সংস্থাগুলি তাদের ফাইভ জি স্মার্টফোন লন্চ করে ফেলেছে ভারতের বাজারে। এই পরিস্থিতিতে কিন্তু বসে নেই রেলিয়ান্স জিও। এরা পরবর্তী চমক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদসংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী, মাত্র পাঁচ হাজার টাকায় স্মার্টফোন লন্চ করার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স জিও। বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করে দেবে। মুকেশ আম্বানির একমাত্র লক্ষ্য, এই দেশের সর্ব সাধারণের মধ্যে উন্নত নেট পরিষেবা ছড়িয়ে দেওয়া। (5G smartphones under Rs 5,000)

রিলায়েন্স জিওর শীর্ষকর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন,”প্রথমেই পাঁচ হাজার টাকারও কম স্মার্টফোন বাজারে আনতে চায় জিও। যদিও আস্তে আস্তে এই দাম আরও কমে যাবে”।

তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত রিলায়েন্স জিওর তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে যে, খুব তাড়াতাড়ি মুকেশ আম্বানি ভারতের জনগণের জন্য আরও উন্নত পরিষেবা নিয়ে আসতে চলেছেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।