খবরদেশসর্বশেষ

কর্নাটকে জিলেটিন স্টিকের জন্য বিস্ফোরণ ! মৃত্যু ৬ জনের – Karnataka Gelatin Explosive

সোমবার দিন মধ্যরাতে কর্ণাটকের চিক্কাবল্লাপুরে ঘটনাটি ঘটে। রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যার জন্য মৃত্যু হল প্রায় ৬ জনের। খবর সূত্রে জানা গেছে যে, ৬ জনের মৃত্যু ছাড়াও এক জন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবল্লাপুরের হিরেনগবল্লি, নামের একটি গ্রামে। (6 dead due to Karnataka gelation explosive explosion in Hirengaballi, Chikkaballapur)

খবর সূত্রে জানা গেছে যে, এই স্থানটিতে জিলেটিন স্টিক যেগুলি খনন কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলি অবৈধভাবে রাখা ছিল ওই ব্যক্তিদের কাছে। সেগুলোই পুলিশের অজানায় নষ্ট করতে গিয়ে এই ধরনের একটি বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে, পুলিশ তল্লাশি করতে পারে এই ভয়ে ওই ব্যক্তিরা জিলেটিন স্টিক গুলি নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং তারপরেই এরকম একটি দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছায় ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এই সমস্ত ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে জেলার মন্ত্রী এবং যে সমস্ত পদস্থ আধিকারিকরা রয়েছে তাদের। এইরকম একটি ঘটনার সঙ্গে আরও কে কে যুক্ত সেটি তল্লাশি চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

নরেন্দ্র মোদী এই ঘটনায় সমস্ত মৃতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। কর্নাটকের মন্ত্রী এই ঘটনা সম্পর্কে বলেছেন যে,” এরকম একটি বিস্ফোরণে প্রায় ৬ জন মৃত। ওই জায়গাতে অনেক বিস্ফোরক রাখা ছিল, যার জন্য এরকম একটি দুর্ঘটনা ঘটে। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে।”

6 dead due to karnataka gelation explosive explosion
কর্নাটকে জিলেটিন স্টিকের জন্য বিস্ফোরণ ! মৃত্যু ৬ জনের – Karnataka Gelatin Explosive