দেশসর্বশেষ

দামি জিনিস নয়, 6 বছরের জন্মদিনে পরিবারের থেকে বায়না করলো রক্তদান শিবিরের

Maharashtra: একটি ছোট্ট শিশু চিরকালই তার জন্মদিন নিয়ে খুবই উৎসাহিত থাকে। তারা বাবা-মায়ের কাছে বায়না করে যে, সাইকেল অথবা অন্য কোনো দামী গ্যাজেট গিফট হিসেবে দিতে। কিন্তু যুগা আমল ঠাকরে তার নিজের জন্মদিনে সকলের কাছে যে জিনিসটি চাইল তা শুনে এক মুহূর্তের জন্য স্থগিত হয়ে গিয়েছিল সকলে। ছোট 6 বছরের যুগা তার জন্মদিনে বাড়ির সকলের কাছে একটি রক্তদান শিবিরের আয়োজন করার জন্য অনুরোধ করেছিল। শুধুমাত্র অনুরোধ বললে ভুল বলা হবে, রীতি মত বায়না করে সে রাজি করিয়েছে বাড়ির সকলকে। (6 years old kid tells his parents to set up a blood donation camp as gift)

মাঝে মাঝেই রাস্তাঘাটে চলতে তার কানে আসতো, স্বেচ্ছায় রক্তদান করুন, আপনার রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে দিতে পারে। এই কথা হয়তো কোন সময় শিশুর মনকে নাড়া দিয়ে গিয়েছিল। তাই তো নিজের 6 বছরের জন্মদিনে বাড়ির সকলকে নিয়ে আয়োজিত করল রক্তদান শিবির।

গত শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াদা তালুকদের একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। টিভিতে বিজ্ঞাপন দেখে রক্তের প্রয়োজনীয়তা বুঝেছে ছোট্ট এই শিশুটি। তাই বাড়ির সকলকে নিয়ে এই বছরের জন্মদিনটা একেবারে অন্যরকম করে কাটালাম সে। জন্মদিনের বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে রক্তদানের মাধ্যমে দিনটা উদযাপন করলো সে।

ছোট্ট এই শিশুর আবদারে শুধুমাত্র তার পরিবারের লোকজন নয়, সাড়া দিয়েছেন এলাকার বহু মানুষ। এগিয়ে এসেছেন আত্মীয়-স্বজন থেকে বন্ধু-বান্ধব অনেকেই। শুনতে পাওয়া গেছে যে, শনিবার পাল ঘরের কল্যাণী হাসপাতালে রক্ত দান করেছেন মোট 36 জন। এই প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক বৈভব ঠাকরে বলেছেন যে, বাচ্চাটা খুব সুন্দর ভাবে ভেবেছে। এটি এটি নিঃসন্দেহে অসাধারণ পদক্ষেপ। এই বয়সে এই রকম ভাবনা চিন্তা সত্যিই অসাধারণ।

প্রসঙ্গত উল্লেখ্য, যে পরিমাণ রক্ত এই রক্তদান শিবির এর মধ্য দিয়ে পাওয়া গেছে তার সবটাই দিয়ে দেওয়া হয়েছে ব্লাড ব্যাংকে।

6 years old kid tells his parents to set up a blood donation camp as gift
দামি জিনিস নয়, 6 বছরের জন্মদিনে পরিবারের থেকে বায়না করলো রক্তদান শিবিরের