খবরবিনোদনরাজ্যসর্বশেষ

মানবদরদী দেবের সহায়তায় দৃষ্টি ফিরে পেল সপ্তম শ্রেণীর ছাত্র

শুধুমাত্র সাহায্য প্রকাশ করে একটি ট্যুইট করা হয়েছিল। আর সেখানে জানানো হয় দুরাবস্থার কথা। আর এরপরই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী তার সাহায্যের হাত বাড়িয়ে দেন সপ্তম শ্রেণীর ছাত্র সাবির খানের দিকে। ঘাটালের এই সাংসদের সহায়তায় চন্দ্রকোনার কাশণ্ড গ্রামের দরিদ্র পরিবার পুনরায় ছেলে দৃষ্টিশক্তি ফিরে পায়। (7th class boy Sabir Khan from Kashondo, Chandrakona regains his eyesight due to help from actor Dev aka Deepak Adhikari)

তাই প্রকৃত অর্থেই ওই পরিবারের কাছে দেব ভগবানের দূত। আর কলকাতার একটা হাসপাতাল থেকে অপারেশন করা হয় সাবির খানের। আর এরপরে ডান চোখে পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পায় ছেলেটি।

জানা গেল, চন্দ্রকোনার কাশণ্ডতে বসবাসকারী আজিয়া রহমান খানের ভীষণ দুরবস্থা। তিনি জনমজুর কেটে সংসার চালান। দুবেলা দুমুঠো ভাত তুলতে তার অসুবিধা হয়ে যায়। আর তার একমাত্র ছেলে নয়নের নীলমণি সাবির খান। আর সে কাশণ্ড মাদ্রাসাতে সপ্তম শ্রেণীতে পড়তো।

আর কিছু বছর ধরে তার ডান চোখের দৃষ্টি ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছিল। সে চোখে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। জানা গিয়েছিল, তার নাকি চোখের শিরা শুকিয়ে যাচ্ছিল। তারা ডাক্তারের কাছে দেখানোর পর তারা বলেছিলেন যে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু আর্থিক দুরবস্থা কারণে তারা অপারেশন করতে পারছিলেন না।

আর সেই সময়ে প্রতিবেশী সাহেব মল্লিক তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি তার প্রতি বেশি ছেলে সাবিরের জন্য সাহায্য প্রার্থনা করে ট্যুইটারে ছবি দেন। আর ভাগ্যবশত সেই ছবি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের নজরে পড়ে যায়।

এরপরের সময়গুলো সাবির এর কাছে যেন স্বপ্নের মত মনে হচ্ছিল। নিজের অফিসার কে চন্দ্রকোনা গ্রামে পাঠিয়ে দেন দেব। এরপর ওই ব্যক্তি সাবেরকে কলকাতায় নিয়ে আসে। তারপর কলকাতার একটি হাসপাতাল থেকে অপারেশন সম্পন্ন হয়।

আর সেই অপারেশন সাকসেসফুল হয়। ফলে ওই বাচ্চাটির এখন ডান চোখে দেখতে কোন প্রকার অসুবিধা হচ্ছে। কাশণ্ড গ্রামের প্রত্যেকে দেবের এই মানব দরদী ভূমিকাতে ভীষণ খুশি হয়েছে। ফিল্মের অভিনেতা এখন বাস্তব জীবনেও হিরো। সাবির এর পিতা দেবকে একবার সামনে থেকে দেখতে চেয়েছেন।

7th class boy Sabir Khan regains his eyesight due to help from actor Dev
মানবদরদী দেবের সহায়তায় দৃষ্টি ফিরে পেল সপ্তম শ্রেণীর ছাত্র (Credit : @IamTheDev on facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।