৮২ বছরের দাদি ভাইরাল, নাতিকে টেক্কা দিতে স্কোয়াট থেকে শুরু করে ওজন তুললেন
সোশ্যাল মিডিয়া আজকাল সমস্ত প্রতিভাকেই যেন বিশাল বড় প্ল্যাটফর্ম করে দেয় সমস্ত প্রতিবাদ গুলো খুব সহজেই দেশের আনাচে-কানাচে থাকা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়ায় কোন প্রতিভাবান বা দুঃখ বা কষ্ট পাব মজাদার ভিডিও শেয়ার করুক না কেন সেটা মানুষের মন জয় করে নিলেই হয়ে যায় ভীষণ পরিমাণে ভাইরাল। এই রকমই আরেকটি ভিডিও যেটি সত্যি কম বয়সী ছেলে থেকে বেশি বয়সের প্রবীনদের মধ্যে এক উৎসাহ তৈরি করতে পারবে। (Viral news : 82 years old Grandma beats her grandson by squatting and lifting weight)
৮২ বছর বয়সেই বৃদ্ধা কিন্তু তার গায়ে বিশাল জোর , জোর দেখে মনে হতেই পারে খুব অল্প বয়সী এক তরুণী। চিরাগ চোরদিয়া, যিনি একজন জিম প্রশিক্ষণ, কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা গেছে যে এই ব্যক্তির ঠাকুমা স্কোয়াট করছে।
যেখানে বয়স্ক মানুষদের সোজা হয়ে দাঁড়াতেই হিমশিম খেয়ে যায় সেখানে একজন ৮২ বছরের বয়স্ক হয়ে এই ধরনের ওজন তোলার মতো কাজ করছে সেটা দেখে সত্যিই মত ব্যাপার।
খবর সূত্রে জানা যায় যে, চিরাগের ঠাকুমা খুব অল্প বয়স থেকেই শরীরচর্চা করতে ভালোবাসেন এবং এই ভালবাসার জেরেই তিনি কখনোই এই শরীরচর্চা ব্যাপারটাকে একেবারে ছেড়ে দিতে পারেননি। একবার তিনি শরীর চর্চা করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন এবং আরাকবার খাট থেকে পড়ে গিয়েছিলেন যার ফলে তিনি মনে করেছিলেন যে তিনি আর কখনই সঠিকভাবে দিন কাটাতে পারবেন না।
কিন্তু যে শরীরচর্চা করতে ভীষণ ভালোবাসে সেই মানুষটা এরকম ভাবে দিনের পর দিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবে সেটা চিরাগ সহ্য করতে পারেনি, সেইজন্য ঠাকুমাকে আবার আগের রকম তৈরি করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল।
প্রথম প্রথম দিকে খুব অল্প ওজনের জিনিসপত্র ঠাকুমাকে দিয়ে তোলাতেন এবং তারপরে আস্তে আস্তে ট্রেনিং দেওয়া শুরু করে এবং পরে দেখা যায় যে ঠাকুমার যে পায়ের সমস্যা হয়েছিল তাই আস্তে আস্তে কমছে। এরপর ট্রেনিং দিতে দিতে ঠাকুরমা আবার তার পায়ে সঠিক ভাবে দাঁড়াতে পারলেন।
