খবরসর্বশেষ

উত্তরপ্রদেশে ঘটে গেল এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, মৃত ৯

করোনা প্রবাহের মধ্যেও দুর্ঘটনার পরিমাণ ক্রমাগত বেড়েই চলছে। কিছুদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে মৃত্যু হয়েছিল একই পরিবারের কয়জন সদস্যর। এইবারের ঘটনাটি ঘটলো উত্তরপ্রদেশে। খবর সূত্রে জানা যায় যে, একটি যাত্রীবাহী গাড়ি যার ওপর উল্টে পড়েছে একটি বালি বোঝাই করা ট্রাক। (Truck accident News : 9 dead due to a sand filled truck accident in Uttar Pradesh)

উত্তরপ্রদেশের এই ভয়াবহ ট্রাক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাঝ রাতে, যাত্রী বোঝাই করা গাড়িটিতে ছিল অনেকজন যাত্রী যার মধ্যে প্রায় মারা গেছে ৮ জন এবং আহত হয়েছে ২ জন।

খবর সূত্রে জানা গেছে যে, এই দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশম্বি এলাকায় ঘটেছে। ওই যাত্রীবাহী গাড়িতে ছিল প্রায় এক পরিবারের ১০ জন সদস্য, তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিল। হঠাৎই একটি বালি বোঝাই করা ট্রাক সেই গাড়িটির ওপর উল্টে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের মধ্যে ৮ জনের এবং বাকি ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন করা হয়।

এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত করে জানা যায় যে, বালি বোঝাই গাড়িটিতে এত পরিমাণে বালির পরিমান ছিল যে, গাড়ির চাকা ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই যাত্রীবাহী গাড়িটির ওপর উল্টে পড়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ করে বলেন যে, “এই বছরে করোনা পরিস্থিতির কবলে এমনি সকলে ভীত, তার মধ্যেই এই রাজ্যে প্রচুর পরিমাণে রাস্তায় দুর্ঘটনা বেড়ে চলেছে”।

মে মাসের দিকে একটি বাস দুর্ঘটনায় প্রায় ২৩ জন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।

নভেম্বর মাসে আরেকটি পথদুর্ঘটনা ঘটেছিল, একটি গাড়ি এবং লরির সঙ্গে, এ দুর্ঘটনায় প্রায় ১২ জনের মৃত্যু হয়েছিল, এদের মধ্যে শিশু ছিল প্রায় ৬ জন।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, অন্যান্য সময় যেভাবে পথদুর্ঘটনা গুলি ঘটছে, শীতের প্রভাবে কুয়াশা পড়ার কারণে আরও পথদুর্ঘটনা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

9 dead due to a truck accident in Uttar Pradesh
উত্তরপ্রদেশে ঘটে গেল এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, মৃত ৯ (Symbolic Image)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।