রাজ্যসর্বশেষ

থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুন কিশোর, দুষ্কৃতী‌কে গণপিটুনি জনতার

ফের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জগদ্দলে। ঘটনাটি ঘটেছে জগদ্দলের পাঁচ নম্বর গলি এলাকায় (News From Jagaddal 5 No Lane, North 24 Parganas)। ঘটনায় মৃত এক কিশোর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ঘটনার দিন ১৬ বছরের এক কিশোর, নাম আব্দুল ওয়াকার রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু কুখ্যাত দুষ্কৃতী তাকে গুলি করে খুন করে। রাস্তা দিয়ে বাইকে চড়ে এলাকারই কুখ্যাত দুই দুষ্কৃতী যাচ্ছিলেন। সেই সময় রাস্তার মাঝে হেঁটে যাচ্ছিলেন ১৬ বছরের ওই কিশোর। বাইকের হর্ণ দেওয়ার পরেও কিশোরের রাস্তা ছাড়তে কিছুক্ষণ সময় দেরী হওয়ায় আচমকাই কিশোরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা।

প্রথম গুলিটি শূন্যে চালায় এবং পরের গুলিটি কিশোরের মাথা এফোঁড় ওফোঁড় হয়ে চলে যায় (A 16 years old boy is killed in a crowd road in Jagaddal)। এই অবস্থায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে কিশোর। মুহূর্তের মধ্যেই কিশোরের নিথর দেহ ঘিরে ফেলেন এলাকাবাসী। এক জন দুষ্কৃতী পালিয়ে বাঁচলেও, অন্যজন হাতেনাতে ধরা পড়ে যায়। তখনই বিক্ষুব্ধ জনতা গণপিটুনি শুরু করেন। পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি আব্দুল ওয়াকার খুবই শান্ত স্বভাবের ছেলে। কোন রকম বচসায় যায় না। শনিবার জনসমক্ষে এইরকম ঘটনায় হতবাক এলাকাবাসী। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কিশোরকে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিশোরের মৃত্যুতে তার পরিজন ও প্রতিবেশীরা হতবাক।

স্থানীয়দের দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এলাকার কুখ্যাত দুষ্কৃতী পঙ্কজ ও সাদ্দামের দল। নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের বিরোধিতা করলে তার পরিবর্তে হুমকি, মারধোর এমনকি প্রাণহানির হতে পারে। এরকম আশঙ্কায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে না। তবে কিশোর তাদের না চেনার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীরা জানান।

তবে পুলিশ স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে এরকম একটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুধুমাত্র রাস্তা আটকানোর কারণেই খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। নতুন করে কোনো গন্ডগোল যাতে সৃষ্টি না হয় সে জন্য পুলিশি নজরদারি রয়েছে গোটা এলাকা।