কলকাতাখবরভাইরালরাজ্যসর্বশেষ

সদ্য বিবাহিত শৌনক মঙ্গল গ্রহে জমি কিনে ফেললেন

এক একজনের এক এক ধরনের জিনিস পছন্দ। সে যে ক্ষেত্রেই হোক না কেন। সেটা বাড়ি কেনার ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকে প্রচুর গাছগাছালির মাঝে, অনেকে বড় শহর এলাকায়- এরকম বিভিন্ন রকম পছন্দ রয়েছে। কিন্তু আজকে আমি যার কথা বলতে চলেছি তার কথা শুনলে আপনি তাকে পাগল ও ভাবতে পারেন। চলুন ব্যাপারটা খুলেই বলি তাহলে।
সদ্য বিবাহ করেছেন শৌনক দাস। আর এই ব্যাক্তিটির বাড়ি শ্রীরামপুরে। তিনি কল্যাণী বা কলকাতা বা আলিপুর নয়, তিনি সবাইকে হতবাক করে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে জমি কিনে ফেললেন। জানা গিয়েছে তিনি মঙ্গল গ্রহে জমি কিনেছেন।

স্বাভাবিকভাবেই তার আশেপাশের লোকজন প্রচুর পরিমাণে প্রশ্ন করছেন তাকে। প্রশ্ন করার চেয়েও অবাক হয়ে গেছেন তারা। কেউ কেউ বলে ফেললেন,” বউ নিয়ে কি মঙ্গল গ্রহে চলে যাবেন নাকি?” কিন্তু একদম সোজাসাপ্টা উত্তর দিয়ে দিলেন তিনি। তিনি সোজা কোথায় বললেন যে, খুব সস্তায় পেয়ে গেলাম। আর তাই জমিতে হাতছাড়া করি নি। মঙ্গল গ্রহে যে জমির দাম এত সস্তা হবে তা আগে ভাবি নি। তাই তাড়াতাড়ি কিনে ফেললাম (A Married Man Sounak Das, From Serampore Buys A Land In Mars)।

তবে এছাড়াও শৌনক আরো একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন যে, বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে হচ্ছে। ফলে এখন কোন কিছুই অসাধ্য নয়। হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা মঙ্গল গ্রহে গিয়েও বসবাস করতে পারব (A bengali man named Sounak Das buys a portion of land in mars)।

তবে এ প্রসঙ্গে একটা কথা বলা ভালো যে, শৌনক এর নাম যুক্ত একটা চিপ এরইমধ্যে নাসার রকেটে করে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়ে গিয়েছে (NASA Sends A Chip Named Sounak Das In MARS)। সংবাদমাধ্যম থেকে জানা গেল, শৌনক একটি বেসরকারি সংস্থা তে কাজ করছেন। আর মোট তিনি এক একর জমি কিনে ফেলেছেন। আর এই জমির দাম হিসেবে তাকে দিতে হয়েছে তাকে মাত্র ৩ হাজার টাকা। তাকে ইতিমধ্যেই জমির দলিল হস্তান্তর করা হয়েছে। আর সেই দলিলে জমির অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সহ খুঁটিনাটির সমস্ত ব্যাপার গুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সে এই জমিটি কেনার জন্য নাসার একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল। আর এভাবেই তাঁর স্বপ্ন পূরণ হলো। মঙ্গলে জমি কেনা একি কম কথা ? চলুন আমরা শৌনকের মুখ থেকেই শুনে নেই মঙ্গলে জমি কিনতে পেরে তার কেমন লাগছে ?

স্বাভাবিকভাবেই আপনারা বুঝে গিয়েছেন যে শৌনক একজন বাঙালি। আর বাঙালি হিসেবে তিনি প্রথম মঙ্গলের জমি কিনতে পারলেন। তিনি বললেন,” হয়তো আমি প্রথম বাঙালি যে মঙ্গলের জমি কিনতে পারলো। হয়তোবা আমার মঙ্গলে যাওয়া হবে না। কিন্তু আমি প্রত্যেককে এই কথাটি বলে বেড়াতে পারব। এতে সত্যি আমার গর্ব বোধ হচ্ছে। আমি বলতে পারব যে, জানো, আমার মঙ্গল গ্রহে জমি আছে।”

ইতিমধ্যে নাসা চাঁদে লোক পাঠানোর জন্য প্রচুর পরিকল্পনা করে ফেলেছে ২০২৪ সালে চাঁদে লোক পাঠাবে তারা (NASA Wishes To Send A Man In Moon In 2024)। আর এরপরই তাদের নজর মঙ্গলগ্রহের দিকে। চাঁদে লোক পাঠানোর পরেই তারা মঙ্গল গ্রহের লোক পাঠাবে। আর ঠিক সেই কারণেই চন্দ্রযান মঙ্গলযানের শৌচালয় কিরকম করা যেতে পারে তা এখনই দেখে নিতে চায় নাসা। আর সেখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও থাকবেন। হলে সব দিক বিচার বিবেচনা করে ডিজাইন বা নকশা করে ফেলছে শৌনক। তবে এই মুহূর্তে মঙ্গলের জমি কিরকম হবে সেটা নিয়েই চিন্তা করছেন শৌনক।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।