খবররাজ্যসর্বশেষ

শিলিগুড়িতে আবার ঘটলো পথদুর্ঘটনা, ট্রাকের সাথে সংঘর্ষ হলো বাসের

মানুষের সচেতন না থাকার জন্যই ঘটে নানা রকম ঘটনা। সচেতনতার অভাব থাকলে বিপদের সম্মুখীন হতে হয় প্রত্যেকটা মানুষেরই। এইবারে সেই রকমেরই কিছু বিপদ হলো পথে। বাসের ড্রাইভার বাস চালাতে চালাতে ফোনে কথা বলতে গিয়ে ঘটিয়ে ফেলল এক দুর্ঘটনা, যার জন্য হারিয়ে যেতে হলো প্রায় তিনটি প্রাণ। (Bus Accident in Siliguri : A bus collides with a truck in Siliguri and 3 dead)

খবর সূত্রে জানা গেছে যে, বাসটির সাথে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। শিলিগুড়ি যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে । খবর সূত্রে জানা যায়, বাসটি কলকাতা থেকে শিলিগুড়ি আসছিল, বিধান নগর থেকে বেরিয়ে জাতীয় সড়কে সামনের দিকে একটি ট্রাক ছিল, যেই ট্রাকটিতে সজোরে ধাক্কা মারে সেই বাসটি।

প্রাথমিক তদন্ত করে জানা যায় যে, বাস ড্রাইভারটি সেই সময় ফোনে কথা বলছিলেন। সকালবেলা বাসটি চলছিল সেই জন্য চারিদিকে ছিল ভীষণ কুয়াশাও ছিল, কুয়াশার মধ্যে কোন বুঝতে না পেরে বাসটি ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সেইখানেই মারা যান দুইজন যাত্রীসহ ওই বাসের কন্টাকটার।

মৃত বাসের যাত্রীদের কোনরকম পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আহত হয়েছে চারজন তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন করার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরেই সেই রাস্তায় যান চলাচল প্রায় থমকে গিয়েছিল।

বাসটির সামনের দিকে প্রায় দুমড়ে-মুচড়ে গেছে যার জন্যই বোঝা গেছে বাসটি যথেষ্ট বেগে চলছিল। এখন পরিস্থিতি সেইখানের স্বাভাবিক, কিন্তু জানা গেছে যে, যে চারজন আহতকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের অবস্থা বেশ গুরুতর।

A bus collides with a truck in Siliguri and 3 dead
শিলিগুড়িতে আবার ঘটলো পথদুর্ঘটনা, ট্রাকের সাথে সংঘর্ষ হলো বাসের

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।