কলকাতাখবরসর্বশেষ

আইআইএমএর এক ছাত্রীর ঝুলন্ত দেহ পাওয়া গেলো, ছড়ালো রহস্য

Kolkata : দিনের পর দিন ছাত্র-ছাত্রীদের মৃত্যু সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, কখনোবা সেটা হচ্ছে আত্মহত্যা আবার কখনোবা সেটা হচ্ছে খুন। এরকমই একটি রহস্য মৃত্যু ঘটলো জোকার আইআইএম ক্যালকাটা হোস্টেলের এক পড়ুয়ার। (A hanging body of a female student found from IIM Calcutta Hostel Joka and it is so mysterious)

তরুনীর নাম পায়েল খান্ডেলওয়াল বয়স ২৮ বছর। হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় শনিবার সকাল বেলায়। (Payal Khandelwal commits suicide at 28)

জানা যায় তরুণী বিবাহিতা, স্বামী থাকেন ব্যাঙ্গালোরে, পেশায় ইঞ্জিনিয়ার। পায়েল একটি ভালো চাকরিও করতেন। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে, জোকায় আইআইএমে পড়াশোনার জন্য তিনি অনেক টাকা ঋণ ছিলেন।

পরিবারের থেকে জানা যায় যে, ম্যানেজমেন্ট কোর্স এর জন্য ২৮ লক্ষ টাকা লোন নিয়েছিলেন এবং এই লোন, দিতে না পারায় ঋণের চাপ পড়ে গিয়েছিল এবং তিনি অবসাদে ভুগছিলেন।

খবর পাওয়া যায় যে, শনিবার সকাল থেকে পায়েলকে তার সহপাঠীরা ডাকাডাকি করছিল, কিন্তু কোন সাড়া শব্দ না পাওয়ায় কলেজ কর্তৃপক্ষকে জানায় তারা এবং এরপর ঢুকে দেখা যায় যে পায়েলের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর কলেজ কর্তৃপক্ষ সমস্ত ঘটনার জানায় হরিদেবপুর থানায়। (IIM Kolkata authority informs Haridevpur thana)

পুলিশ জানায় যে, তারা যখন কলেজ হোস্টেলে পৌঁছায় তখন তারা দেখেছিল দেহটি বিছানার ওপরে নামিয়ে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে, পায়েলের আশেপাশে কোন তার লেখা সুইসাইড নোট পাওয়া যায়নি এজন্য কাকে দায়ী করা যায় সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে, কলেজ কর্তৃপক্ষরা জানিয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে পায়েল আত্মহত্যা করেছে। (College hostel e thaka chatrir rahasyamay mrittu)

পায়েলের মৃত্যুকে নিয়ে তার মা বাবা এবং ভাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন, পরিবারের থেকে জানানো হয় যে, এক বছর আগে এই কলেজে সে ম্যানেজমেন্ট কোর্স এর জন্য ভর্তি হয়েছিল, এবং পড়াশোনা করার জন্য পায়েল ঋণগ্রস্ত হয়ে পড়ায়, ভীষণ পরিমাণে অবসাদে ভুগছিলেন। (Police suspects, Payal commits suicide due to mental pressure)

a hanging body of a IIM female student found and it is so mysterious
আইআইএমএর এক ছাত্রীর ঝুলন্ত দেহ পাওয়া গেলো, ছড়ালো রহস্য (প্রতীকী ছবি )

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।