কলকাতাখবরসর্বশেষ

রাস্তার মাঝে পড়ে থাকা একটি বড় ব্যাগ, ব্যাগ খুলতে অবাক হয়ে গেল স্থানীয় বাসিন্দারা

চারিদিকে মেয়েদের উপর অত্যাচার ক্রমশ যেন আস্তে আস্তে আমাদের চোখের সামনে এসে পড়ছে,কখনো রাস্তার মাঝে ইভটিজিং, কখনো ধর্ষণ,কখনো আবার খুন, যেন লেগেই আছে। আবার এক ঘটনাতে তা প্রকাশ করলো। (A large bag lying in the middle of the street, the locals were surprised to open the bag)

রাস্তায় পড়ে থাকা এক বিশাল ব্যাগ খুলতেই স্থানীয় বাসিন্দারা চমকে উঠলো, তারা ভাবতে পারিনি ব্যাগের মধ্যে এই রকম একটি কিছু পাওয়া যাবে। ঘটনাটি ঘটেছে একবালপুরে। রাস্তার মাঝে স্থানীয় বাসিন্দারা হঠাৎ দেখতে পায় একটি সাদা পলিথিন। কাছে গিয়ে স্থানীয় বাসিন্দারা যখন সেটি খুলে দেখতে পায় একটি মেয়ের মৃতদেহ।

একবালপুর এর মওলানা মোহাম্মদ আলী রোড ঠিক ২ টো নাগাদ বুধবার ঐরকম বস্তাবন্দি অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম সাবা খাতুন ডাকনাম নয়না। মেয়েটির বয়স কুড়ি বছর। সে বান্ধবীর সাথে ছিলেন একটি বাড়ি ভাড়া করে থাকতেন। সাবা খাতুন এর আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ অঞ্চলে। (Maulana Mohammad Ali Road, Ekbalpur, Kolkata, West Bengal News)

স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখার পর পুলিশে খবর দেয়, এবং পুলিশ এলে সেই মৃতদেহটিকে ও সেখান থেকে উদ্ধার করে।

সাবা খাতুন এর সঙ্গে যে বান্ধবীটা থাকতো, তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে, সাতটা নাগাদ হঠাৎই সাবিনা খাতুনের একটি ফোন আসে এবং ফোনটা আসার পরেই কিছুক্ষণের মধ্যে সাবা খাতুন সেখান থেকে বেরিয়ে পড়ে এবং এরপর থেকে তার বান্ধবীর বারবার ফোন করলে সাবার ফোনটা সুইচড অফ বলে।

সাবা খাতুন এর হাতে এবং গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ অনুমান করছে যে, সাবিনাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

কিভাবে সাবার মৃত্যু হল এবং কেই বা এইরকম অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে গেল সেই নিয়ে এখন তদন্ত চলছে। আবার মনে করা হচ্ছে যে, তরুণীকে কেউ খুন করে এরকমভাবে ফেলে দিয়ে গেছে, নাকি তরুণী নিজে আত্মহত্যা করেছে এবং যার পরে তার পরিজনেরা সেই সম্মানের ভয়ে থাকে ওইরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে।

এখন প্রশ্ন অনেকগুলোই রয়েছে কার ফোন পেয়ে সাবা ওই সময় ঘর থেকে বেরিয়ে গেছিল? এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমে পড়েছে একবালপুর থানার পুলিশ প্রশাসন।

A large bag lying in the middle of the street, the locals were surprised to open the bag
রাস্তার মাঝে পড়ে থাকা একটি বড় ব্যাগ, ব্যাগ খুলতে অবাক হয়ে গেল স্থানীয় বাসিন্দারা (Symbolic photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।