খবরজীবনযাত্রাভাইরালসর্বশেষ

Elf of Luck – ফটো শেয়ার করে ভাগ্য ফেরানোর ম্যাজিক উপায় ?

এই মুহূর্তে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে গোটা বিশ্ব জুড়ে Elf of Luck- নামের একটি ফটো সবাই শেয়ার করছেন। আর তার ক্যাপশনে লেখা রয়েছে, “আপনি যদি এই ফটো শেয়ার করেন তাহলে আপনার আপনার জীবনে ভালো কিছু ঘটবে।” আর একটা কথা অবাক করা হলেও সত্যি যে, যারা যারা এই ফটোটি শেয়ার করেছেন তাদের মধ্যে 90% লোকের ভাগ্যে উন্নতি ঘটেছে। আর একটা কথা ঠিক যে এই পৃথিবীর এত লোক কিন্তু বোকা বা অশিক্ষিত নন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের। (A magical formula to change your fortune by sharing Elf of Luck photo. Facebook viral Elf of Luck real secrets)

আমার এক বন্ধু অজয় এই ফটোটা শেয়ার করেছিল। তারপর সে অনলাইনে আজকে একটা কঠিন পরীক্ষা দেওয়ার পর সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। আমার আরেক বন্ধু তার ক্রাশকে ভয়ে প্রপোজ করতে পারছিল না। সে ওই ফটোটা শেয়ার করার পর প্রপোজ করে দিয়েছে এবং সেই মেয়েটা হ্যাঁ বলেছে। এরকম আরও প্রচুর উদাহরণ রয়েছে। আর কেন তাদের উন্নতি ঘটল তা আমি আস্তে আস্তে আপনাদেরকে ব্যাখ্যা করছি।

প্রথমেই বলে নেই, এই Elf of Luck- ব্যাপারটা মূলত কি ? এই এলফ অফ লাক আসলে একটি জাদু বিদ্যার ছবি অথবা একটি পুতুল যা একজন শিল্পী এঁকেছিলেন। মূলত দীর্ঘদিন আগে একজন আর্টিস্ট এই মূর্তিটি তার নিজের কল্পনা শক্তির সাহায্যে ক্রিয়েট করেছিলেন। Elf – শব্দের প্রকৃত অর্থ হলো একটি ক্ষুদ্র জীব যার কার সরু এবং যার মধ্যে যাদুবিদ্যা বিদ্যমান। সুতরাং Elf of Luck – এলফ অফ লাক এর আসল মানে হল- ম্যাজিকের মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘটাবে এমন একটি জীব। (In folk tales, Elf is a creature which has magical or supernatural power. It seems a human being after taking a look at it and has narrow ears. So, ELf of Luck means a creature who can change your fate after sharing it)

এবার বর্তমানে ফিরে আসি। একব্যক্তি সোশ্যাল মিডিয়াতে গুজব রটিয়ে ছিলেন যে এই মূর্তি শেয়ার করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। আর সত্যি কথা বলতে, আমরা সবাই নিজের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই বা ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। আর এই বিশ্বাস থেকেই এই ফটোটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রত্যেকে বিশ্বাস করছিল যে, এই ফটো শেয়ার করলে হয়তো তাদের ছন্দহীন জীবন একটু হলেও রঙিন হয়ে উঠবে।

অন্যদিকে, এই ফটোটির প্রকৃত অর্থে কোন ভিত্তি নেই। একটা গুজব ছাড়া আর কিছুই নয়। তাহলে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে যে, যারা তাহলে এই ফটোটা শেয়ার করলো তাদের কি করে ভাগ্যে উন্নতি ঘটলো ? উত্তরটা খুবই সহজ। যারা শেয়ার করেছিল তাদের মনে বিশ্বাস জন্মে গিয়েছিল যে পরের দিন তাদের ভাগ্যে উন্নতি ঘটবেই। অর্থাৎ তাদের নিজেদের মনে বিশ্বাস জন্মে গিয়েছিল। (Elf of luck rumours- this photo may boost your self-confidence

আমার বন্ধু অজয় এই ফটোটা শেয়ার করার ফলে তার মনে প্রচন্ড পরিমানে আত্মবিশ্বাস জেগে ওঠে। আর এভাবেই সে পরের দিন পরীক্ষা তে সাফল্য লাভ করে। আবার অন্য বন্ধুটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সে ভিতর থেকে বিশ্বাস করেছিল যে তার পছন্দের মেয়েকে প্রপোজ করলে সে রাজি হয়ে যাবে। আর সেটাই ঘটে গেছে।

তবে এ ক্ষেত্রে শুধুমাত্র যে আত্মবিশ্বাস কাজ করেছে তা কিন্তু নয়। ব্যাপারটা আরো গভীর। ওই ফটো শেয়ার করার ফলে ওই মানুষগুলোর মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। আর এই আত্মবিশ্বাসের ফলে আমাদের ব্রেইনে প্রচুর পরিমাণে হরমোন ক্ষরিত হয়। আর এর ফলে আমাদের মধ্যে আরও কঠিন থেকে কঠিনতর ভাবে পরিশ্রম করার উৎসাহ জন্মায় এবং আমরা আগের থেকে আরও কঠিন কাজ হাসিমুখে করে ফেলি। আর এভাবেই সাফল্য পেয়ে যাই।

the origins of elf of luck
এলফ অফ লাক এর প্রকৃত রহস্য (ইন্টারনেট থেকে সংগৃহীত)

সুতরাং, আপনারা কেউ যদি এই ফটো শেয়ার করে সাফল্য লাভ করে থাকেন তাহলে তো আপনি নিজের যোগ্যতাতেই পেয়েছেন। আপনি নিজের উপর বিশ্বাস করেছেন বলেই ভাগ্যের উন্নতি ঘটেছে। ফটো শেয়ার ছাড়াও উন্নতি করা সম্ভব। তবে সে ক্ষেত্রে নিজের উপর বিশ্বাস বাড়াতে হবে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।