বিদেশভাইরালসর্বশেষ

সমুদ্রে হাঙ্গরের পিঠে উঠলেন যুবক, দেখুন সেই ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেকে রাতারাতি বিখ্যাত হয়ে যান। তাদের সমাজের সবাই চিনে ফেলে। আর এইভাবে জনপ্রিয়তা পাওয়ার লোভে অনেকেই নিজের জীবন বাজি রেখে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেন। কেউ কখনো সাপের সঙ্গে খেলা করেন, কেউবা চলন্ত ট্রেনের থেকে নিজস্বী তোলেন ইত্যাদি। মূলত কম বয়সের ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি ইন্টারনেটে ভাইরাল হতে চান। ফলে তারা ক্রমাগত জীবনের ঝুঁকি নিতে থাকেন। আর এ রকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

আর এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে অনেকগুলো যুবক এক সুগভীর সমুদ্রের নৌকা নিয়ে ঘুরতে গেছে। সেখানে তারা আনন্দ করছে। আর প্রকৃতির এই অসীম সৌন্দর্যের ভেতরেই হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। দেখা গেল যে নৌকার পাশ দিয়েই কয়েকটি বিশালাকৃতির হাঙ্গর ভেসে বেড়াচ্ছে।

ওই যুবক গুলির মধ্যে একজন যুবক সাহস করে হাঙ্গরের পিঠের উপরে ওঠার চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই এটি একটি দুঃসাহসিক কাজ। কিন্তু যুবকটি প্রাণের মায়া না করে এই কাজটির চেষ্টা চালিয়ে যান। প্রথমদিকে সে অসফল হয়ে পড়ে। কিন্তু সে হাল ছেড়ে দেয় নি। দ্বিতীয়বারে অন্য একটি হাঙ্গর নৌকার ওপাশে এলেই সে তৎক্ষণাৎ হাঙ্গরের পিঠের উপর উঠে পরে (A man rides on Shark in a deep sea) । তারপর হাঙ্গরের একটা পাখনা বা ফিন ধরে ফেলে। এরপর সে হাঙ্গরের পিঠে চড়ে অনেকটা পথ অতিক্রম করে। আর এটা দেখে ওই ছেলেটির বন্ধুগণ উল্লাসে হাততালি দিয়ে ওঠে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার পরই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। হঠাৎ ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। আর এই ভিডিওটি আল-মদিনা নিউজ (Al Madina News Channel, Jeddah, Saudi Arabia) নামে সৌদি আরবিয়ার একটি সংবাদপত্রের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। আর এরই মাঝে প্রায় 2 মিলিয়ন অর্থাৎ কুড়ি লক্ষ লোক এই ভিডিওটিকে দেখে। আর এই ভিডিওটিকে ১ হাজারেরও বেশি বার পুনরায় পোস্ট করেছে নেটের লোকজন। প্রায় দেড় হাজার মানুষ এই পোস্টটিকে লাইক করেছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।