খবরদেশসর্বশেষ

প্রবল বৃষ্টিপাতে হায়দরাবাদে বিপর্যয় ! ভেসে গেলো এক ব্যক্তি

গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটছে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেঙ্গানার অন্যতম জেলা হায়দরাবাদ। এর আগে দক্ষিণ ভারতের এইরকম অনেক ঘটনার কথা শোনা যাচ্ছে। তার মধ্যে সম্প্রতি একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই দৃশ্যে দেখা যায় যে, একজন ব্যক্তি কে বন্যার জলের স্রোতে ভেসে যেতে দেখা যায়। লোকটিকে উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় (A man washed away due to heavy rainfall at Barkas near Falaknuma in Hyderabad, Telangana )।

এইরকম ঘটনার পাশাপাশি জানা যায় প্রবল বৃষ্টিতে হায়দ্রাবাদ এর অবস্থা বিপদজনক। একটি পরিবার এর ৯ জনের এই বিপর্যয়ে ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হয় একসঙ্গে। এই পরিবারে একটি শিশু ছিল যার বয়স ছিল দুই মাস।

এই রকম বিপর্জনক অবস্থায় সেই দেহ গুলোকে এখনো উদ্ধার করা কারোর পক্ষে সম্ভব হওনি।

গত তিন দিন ধরে যেরকম ভাবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ,হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে তাতে আরো কোথায় ভয়ানক বিপর্যয় অপেক্ষা করছে সেটা চিন্তার বিষয়।

The force of water carries away heavy vehicles
বৃষ্টির জলে তীব্রতায় ভেসে যাচ্ছে গাড়ি (ফটো ক্রেডিট: উমা সুধীরের ট্যুইটার ভিডিও)

তিন দিনের এই বৃষ্টি তে এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে (12 men become dead for 3 days rain in Hyderabad)। অধিকাংশ এলাকা এই বৃষ্টির জন্য জলমগ্ন হয়ে গেছে। কোথাও কোথাও বন্যা দেখা দিচ্ছে। ওই রাজ্যের প্রায় ১৪ টি জায়গাতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন হওয়ায় রাস্তা ঘাট থেকে শুরু করে সব এলাকা গুলির অবস্থা এখন সঙ্কট জনক।

এই প্রবল বৃষ্টিতেও হায়দ্রাবাদ এর কিছু এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে।

আবহাওয়া বিভাগ তার সর্বশেষ পূর্বাভাস ১৪ ই অক্টোবর সকাল সাড়ে ৮ টা থেকে ১৫ ই অক্টোবর সকাল সাড়ে ৮ টা পর্যন্ত বৈধ, তেলঙ্গানার উপর বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে এই বৃষ্টিপাত শুরু হয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, তেলঙ্গানার বেশ কয়েকটি জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছিল।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।