খবররাজ্যসর্বশেষ

সংসার চালানোর জন্য চাকরির বদলে মাছ বিক্রি করে দিন চালাতে হচ্ছে যাদবপুরের এক ছাত্রের

পড়াতে ভীষণ মেধাবী। যাদবপুর থেকে সংস্কৃত নিয়ে পাস করে বিএড করেছে এই মেধাবী ছাত্র। কিন্তু চাকরি এবং চাকরির পরীক্ষা না থাকার জন্য সংসার চালাতে হচ্ছে তাকে মাছ বিক্রি করে। মুর্শিদাবাদের কাছে জলঙ্গির রায়পাড়া নামের একটি গ্রামে বাস করে এই মেধাবী ছাত্র মাত্র ২৫ । বাড়িতে তার বাবা-মা সহ তারা চার ভাইবোন। ছেলেটির নাম তাপস। বাবা শয্যাশায়ী, ভীষণ কষ্ট করে ছেলেকে পড়াশুনো শিখিয়েছে কিন্তু এখন শেয়ার বাজারে যেতে পারে না বলে সংসার চালানোর জন্য তাপসই বাজারে যায়। (A meritorious boy Tapas from Jadavpur earns his jibika by selling fish)

আশেপাশের গ্রামের মধ্যে সবথেকে মেধাবী ছাত্র তাপসই সেটাই জানা গেল অনেক জনের সাথে কথা বলে। তাপস জন্মগতভাবে প্রতিবন্ধী, তাও চেষ্টা করে চলেছে সংসারের ভার টেনে নিয়ে নিয়ে চলার।

তাপসের দুই ভাই রাজমিস্ত্রির কাজ করে, কিন্তু সেই কাজ ও ঠিকমতো হয়না। তার জন্যই সংসারের সকল ভার তাপসের ওপরই। সকালবেলায় ছাত্র-ছাত্রী পড়িয়ে সে বাজারে যায় মাছ বেচতে। অনেক সময় বাজারে মাছ বিক্রি না হলেও মাছ নিয়ে তাকে ঘুরতে হয় গ্রামে গ্রামে বেচার জন্য।

তাপসের মায় ননীবালা দেবী বলেন যে, “অনেক কষ্টে তাপসকে পড়াশোনা শিখিয়ে ছিলাম, কারণ তাপস পড়াশোনায় অনেক ভাল ছিল । আমরা ভেবেছিলাম ও বড় হয়ে কোন চাকরি পেয়ে গেলে অবশ্যই সমস্ত আর্থিক সমস্যা আমাদের দূর হয়ে যাবে। তাপসের বাবা ও এখন অসুস্থ। ওই ছেলেটার ওপরই সংসারের সমস্ত ভার”।

তাপসের থেকে জানা যায় যে, “সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে কোন শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু কোন পরীক্ষায় হচ্ছে না যার জন্যই তাকে এখন মাছ বেচতে হচ্ছে”।

ওখানকার জেলার সভাপতি বলেন যে,” এটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করবো”।

এক প্রতিবেশী বলেন যে,” খুব কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করেছে তাপস। যখন তাকে দেখি মাছ বিক্রি করছে তখন সত্যিই ভীষণ কষ্ট লাগে”। (Mach Beche sangsar chalache Jadavpur er medhabi Chatro)

A meritorious boy Tapas from Jadavpur earns his jibika by selling fish
সংসার চালানোর জন্য চাকরির বদলে মাছ বিক্রি করে দিন চালাতে হচ্ছে যাদবপুরের এক ছাত্রের (Credit : Google)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।