অপরাধখবররাজ্যসর্বশেষ

নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠলো পুরুলিয়ার সরকারি হোমের বিরুদ্ধে

হোম, যেখানে অসহায় ছেলেমেয়েরা জীবনের একটি দিক খুঁজে পাওয়ার জন্য আসে এই হোমে রাখা হয়। এমন ছেলেমেয়েদের যারা হয়তো অল্প বয়সে ভুল করেছে সে ভুল শুধরে যাতে তারা আবার মানুষ হয়ে উঠতে পারে জন্য। কিন্তু কথায় আছে রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখনই হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা, থাকে না আর সেখানে বিশ্বাস, ন্যায়-নীতি। (Purulia Rape News : A minor girl is abused in a Govt home in Purulia)

এ রকম একটি ঘটনা ঘটল পুরুলিয়ার একটি সরকারি হোমে। অভিযোগ আসে যে হোমে থাকা নাবালিকাদের ওপর যৌন নির্যাতম করা হচ্ছে। পুরুলিয়া জেলা আদালত সূত্রে খবর পাওয়া গেছে যে, ২৪ তারিখ নাগাদ ওই হোমের দুজন নাবালিকা অভিযোগ করে আদালতে এই বিষয়।

এরপরেই বিচারক হোম এ যান পর্যবেক্ষণ করতে সেখানে আরও কয়েকজন নাবালিকার থেকে নির্যাতনের অভিযোগ পাওয়ার পর সমস্ত ঘটনাটির জানার পর পুরুলিয়ার মহিলা থানায় অভিযোগ জানানো হয়। এই ঘটনাটি যখন প্রকাশিত হয় তা এরকম একটি অপরাধের প্রতিবাদ করার জন্য পশ্চিমবঙ্গের শিশু অধিকার সুরক্ষা কমিশনারের কাছে উপস্থিত হন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।

অফিসে কমিশনার না থাকার জন্য বিজেপি মহিলা মোর্চা তরফ থেকে বিক্ষোভ চালানো হয়। মহিলা মোর্চার সদস্যদের তরফ থেকে জানানো হয়েছে যে, শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে তাদের মিটিং ছিল ৪ টের সময়, কিন্তু তারা এসে দেখে যে সেখানে তিনি নেই। তারা ভেবেছিলো হয়তো কোন কারনে সে বেরিয়েছে এবং চলে আসবে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর যখন তিনি না আসে তখন সেখানে বিক্ষোভ শুরু করে । তাদের মতে এত বড় একটি ঘটনার জন্য আলোচনার দরকার ছিল এবং এই আলোচনার জন্য অন্তত পাঁচ মিনিট যদি তিনি বের করতেন তাহলে সেটা মানবিকতার লক্ষণ হত।

বিজেপির মোর্চার সংগঠন এই ঘটনার জন্য ধরনায় বসেছিল। কিন্তু তার আগেই এই বিজেপি মোর্চার সংগঠনের প্রধান কাবেরী চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় পুলিশ বাড়ি থেকেই। এরপর এই বিক্ষোভ আরো বড়ো আকার ধারণ করে।

বিজেপির সর্বভারতীয় প্রধান বাংলার দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটার হ্যান্ডেলে লেখেন যে, “রাজ্য প্রশাসনের যোগ সূত্র ছাড়া এই ঘটনা কখনোই ঘটবে না। পিসিকে উত্তর দিতে হবে এই কারণেই কি নারীদের উপর অত্যাচারের পরিসংখ্যান এনসিআরবি এর কাছে পাঠানো বন্ধ করেছে।”

A minor girl is abused in a Govt home in Purulia
নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠলো পুরুলিয়ার সরকারি হোমের বিরুদ্ধে (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।