দেশসর্বশেষ

নিট পরীক্ষা দিয়ে করোনা আক্রান্ত, বিহারে মৃত্যু পরীক্ষার্থীর

সোমবার মৃত্যু হল বিহারের এক নিট পরীক্ষার্থীর (A NEET candidate appearing the exam from Bihar died due to coronavirus)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহে নিট পরীক্ষার জন্য তিনি পাটনা গিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি তার গ্রাম মজফফরপুর এর সাকরাতে ফিরে যান (365 Reporter Bangla News from Sakra, Muzaffarpur: the hometown of the NEET candidate )।

এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের তরফে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Sri Krishna Medical College and Hospital, Muzaffarpur)তাকে ভর্তি করা হয়। মৃত ছাত্রীর বাবার তরফে জানানো হয়েছে, ছাত্রীটি তার গ্রাম সাকরাতে ফেরেন ১৩ সেপ্টেম্বর। তার জ্বর এবং পেটে ব্যথার মতো সমস্যা দেখা যায়। তাকে কোভিড হসপিটালে ভর্তি করা হলে পরে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয়। এবং তার করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

neet candidates in 2020
২০২০’র নিট পরীক্ষার্থীগণ (ফটো ক্রেডিটঃ ওয়ান ইন্ডিয়া)

হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃত্যু হয় ওই ছাত্রীর। মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের তরফে জানানো হয়েছে, যে দুজন পরিবারের সদস্য ছাত্রীর সংস্পর্শে এসেছিলেন তাদেরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন হয় করোনা প্রোটোকল মেনে।

রাষ্ট্রীয় জনতা দলের তরফ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হয়েছে এই ঘটনাকে তুলে ধরে। বিহার সরকারের তরফে আর্জি জানানো হয়েছিল, এই করোনা পরিস্থিতিতে নিট ও জেইই পরীক্ষা স্থগিত রাখার জন্য। বিহারের পাশাপাশি ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীও এই পরীক্ষা স্থগিত রাখার জন্য আর্জি জানান কেন্দ্রীয় সরকারের কাছে।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট থেকেও আদেশ দেওয়া হয় পরীক্ষা স্থগিত না হওয়ার জন‍্য। বিহারের এই নিট পরীক্ষার্থীর মৃত্যু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। প্রায় দু লক্ষের মত পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসতে পারেন নি করোনা পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির জেরে। এই তথ্য দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে। সূত্রের খবর, তামিলনাড়ুর 15 জন পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসতে পারেননি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।