কলকাতাখবররাজ্যসর্বশেষ

করোনার কালো থাবা কেড়ে নিলো কলকাতা পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় সিংহের প্রাণ

করোনা তার কালো থাবা বিস্তার করেছে গোটা পৃথিবীর মানুষের উপর। এমনকি যারা আমাদেরকে করোনা যুদ্ধে বাঁচার পথ দেখাচ্ছেন তাদেরকেই কেড়ে নিচ্ছে ওই মহামারী। আজ সকালে ঘটেছে এই দুঃসংবাদ। করোনা মহামারী কেড়ে নিয়েছে ইন্সপেক্টর সঞ্জয় সিংহের প্রাণ। (Kolkata, West Bengal News : A police inspector from Kolkata named Sanjoy Singha loses his life due to corona)

জানা গিয়েছে ইন্সপেক্টর সঞ্জয় সিংহ হলেন কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কর্মরত পুলিশ। এই মহামারীর সময়ে তিনি আমাদের বাঁচার ঢাল হয়ে কাজ করছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। তিনি আজ 28 শে অক্টোবর আমাদের ছেড়ে চলে গেলেন। (Inspector Sanjoy Singha, a 3rd armed battalion police , Kolkata)

সূত্র মতে, গত সপ্তাহে তার জ্বর এবং কাশি শুরু হয়। এরপর তার করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। অপরদিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু দুদিন পূর্বে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে যায়।

অবশেষে তিনি আর লড়তে পারলেন না করোনার সঙ্গে। এই ভয়ানক ব্যাধি কেড়ে নিল তার প্রাণ। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তার সহকর্মীরা এবং সাধারণ জনগণ তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রত্যেকে এই আশ্বাস দিয়েছেন যে, তার পরিবারের পাশে তারা সর্বদা রয়েছেন।

আমরা ৩৬৫ রিপোর্টার এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি আমাদের এক যোদ্ধা কে হারানোর জন্য। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি রইল গভীর সমবেদনা। জানিনা কবে শেষ হবে এই মহামারী ?

A police inspector from Kolkata named Sanjoy Singha loses his life due to corona
করোনার কালো থাবা কেড়ে নিলো কলকাতা পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় সিংহের প্রাণ (Credit : Kolkata Police Facebook Page)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।