খবরসর্বশেষ

মানবিকতার নয়া নজির গড়লেন হায়দ্রাবাদের অটোচালক

বর্তমান সমাজ থেকে মানবিক বোধ প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। প্রায় দিনই নেটদুনিয়ায় ভাইরাল হয় বিভিন্ন অমানবিক ছবি। তবে আজও কিছু কিছু মানুষের মধ্যে মানবিকতা রয়ে গিয়েছে। তারা শুধুমাত্র মানবিকতার খাতিরে মানুষ হিসেবে অন্য মানুষের উপকার করে থাকেন। এরকমই এক নজির গড়লেন হায়দ্রাবাদের এক চালক হাবিব (A taxi driver named Habib from hyderabad shows humanity)।

হাবিব নামে ওই অটোচালক নিয়মিত অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। লকডাউনের জেরে আর্থিক সমস্যায় জর্জরিত তিনি। ইতিমধ্যে বাজারে রয়েছে কিছু দেনাও। তার সঙ্গে রয়েছে তার বাড়ি ভাড়া দেওয়ার চাপ। কিন্তু এত অভাব সত্ত্বেও নিজের মানবিকতাকে বিসর্জন দেননি। ন্যায়-নীতি পরায়ন এই অটোচালক নিদর্শন গড়েছেন সততার।

সম্প্রতি এক যাত্রীর টাকা ভর্তি ব্যাগ পান তিনি। ওই ব্যাগে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিল। সূত্র মারফত খবর, আয়েশা নামক এক মহিলা সিদ্ধিয়ামের বাজার এলাকায় হাবিবের অটো থেকে নেমে যান। ওঠার সময় তার কাছে একটি ব্যাগ ছিল। কিন্তু তাড়াহুড়োয় নামার সময় তিনি নিয়ে যেতে ভুলে যান। অটোচালক হাবিব ওই ব‍্যাগটি তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে জমা দেন।

ইতিমধ্যে আয়েশা নামক ওই মহিলা ব্যাগ হারিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে থানায় উপস্থিত হন। সেখানেই অটোচালককে দেখে তিনি চিনতে পারেন এবং অটোচালক হাবিব আয়েশার হাতে তার টাকার ব‍্যাগ তুলে দেন। হাবিবের মানবিকতা দেখে খুশি হয়ে তাকে ৫০০০ টাকা উপহার দেন। সাধারণ অটোচালকের এই ন্যায়পরায়নতা দেখে থানার তরফে সংবর্ধনা দেওয়া হয়‌ (People From Local Thana Salutes Him)। উপহারস্বরূপ তাকে একটি শাল ও ফুলের মালা দিয়ে সম্মান জানানো হয়।

অটোচালক জানিয়েছেন, করোনা আতঙ্কের জেরে কেউ অটোতে উঠতে চান না। সারাদিনে তার মোট আয় দুশো থেকে আড়াইশো টাকা। তার ব্যক্তিগত অবস্থাও সঙ্গীন। এই সংকটজনক অবস্থায় তার এই রকম মানবিক চরিত্রের পরিচয় পেয়ে সেখানে উপস্থিত সাধারণ জনগণ‌ও তার প্রশংসা করেছেন (Hyderabad News) ।