ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল রোমানিয়ান করোনা হাসপাতালে। মৃত প্রায় ১০
করোনার প্রভাব এর চারিদিকে মৃত্যুর হাহাকার, তার মধ্যেই ঘটছে বিভিন্ন বিপর্যয়। মধ্যে ঘটে গেল রোমানিয়ার এক হাসপাতালে অগ্নিকাণ্ড। শনিবার এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ জনের মৃত্যু ঘটে। হাসপাতালটি ছিল করোনার হাসপাতাল। জানা গেছে যে এই হাসপাতাল টিতে করোনা রোগের জন্য চিকিৎসাধীন কয়েকজন রুগী মারা গেছেন। (World Fire News : 10 nearly dead due to a terrible fire broke out at the Romanian Corona Hospital.)
খবর সূত্রে জানা যায় যে, এই হাসপাতালে আগুন লাগে ইনটেনসিভ কেয়ার ইউনিটের থেকে। তবে এখান থেকে কি করে পুরো হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারে এখনো কিছু খবর পাওয়া যায়নি।
অগ্নিকান্ডটি কেন ঘটল এবং কিভাবে এই এতো মারাত্মক আকার ধারণ করল সে ব্যাপারে এখন তদন্ত করা হচ্ছে।
এই দেশের স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানায় যে, ৬ জন রোগী অগ্নিদগ্ধ হয়েছে, এবং আহত রোগীদের চিকিৎসার জন্য আগের হাসপাতালে পাঠানো হয়েছে।
আইসিইউএ ছিলেন একজন চিকিৎসক যিনি রোগীদের দেখছিলেন এবং সেই সময় অগ্নিকান্ড হওয়ার ফলে চিকিৎসকের দেহের ৪০ শতাংশ পুড়ে যায়।
খবর সূত্রে জানা গেছে যে, ওই চিকিৎসককে বুখারেস্টের একটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
এই দুর্ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রীর থেকে জানা গেছে যে, যেহেতু এখন জরুরি অবস্থা তৈরি হয়েছে সেইজন্যে পিয়াত্রা নিমট কাউন্টিতে আইসিইউ এর যে ব্যবস্থা রয়েছে সেটি বন্ধ করা হচ্ছে না, বরং অন্য ঘরে আইসিইউ এর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগেও বুখারেস্টের নাইট ক্লাবে একবার অগ্নিকাণ্ড হয়েছিল, যেখানে প্রায় ৬৫ জন প্রাণ হারিয়েছিলেন।
৫৩ হাজার ১৭৫ জন এখনও পর্যন্ত এই দেশে করোনা আক্রান্ত এবং যার মধ্যে প্রায় ৮ হাজার ৮১৩ জনের মৃত্যু ঘটেছে এবং এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ হাজার।
