খবরভাইরালসর্বশেষ

কুকুর যে কত ডিসিপ্লিনড তা এই ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না

প্রিয় পাঠকেরা, আপনারা প্রত্যেকেই জানেন যে কুকুর ভীষণ প্রভুভক্ত হয়। তবে কুকুর ডিসিপ্লিন বা নিয়মকানুন মেনে চলে তা কি আপনারা জানেন ? ভিডিও দেখলে আপনাদের ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন যে একটি কুকুর ট্রাফিক আইন মেনে চলছে। (A video of a dog follows traffic rules in India)

মূলত এক মহিলা আইএফএস অফিসার সুধা রমেন এই শিক্ষামূলক ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছেন। আর এই ঘটনাটি ভারতের একটি ব্যস্ততম রাস্তার। সেখানে দেখা যাচ্ছে যে একটি রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করছে। তারপর সেখানে একটি কুকুর রাস্তা পার হওয়ার জন্য এসে উপস্থিত হলো। (An IFS officer Sudha Ramen Mam shares this educational video of a dog obeying traffic rules in India)

তবে সে কিন্তু সঙ্গে সঙ্গে রাস্তা পার হয়নি। প্রথমে সে রাস্তার ধারে গিয়ে বসলো। তারপর অপেক্ষা করতে থাকলো কখন রেড সিগনাল শুরু হয়। আর ঠিক যে মুহুর্তে গ্রিন সিগনাল বন্ধ হয়ে গেল, সেই মুহূর্তে গাড়িগুলো থেমে গেল। আর তখনই ওই কুকুরটি রাস্তা পার হয়ে গেল।

33 সেকেন্ডের ঐ ভিডিওটিতে ইতিমধ্যে প্রায় 19 হাজার ভিউজ হয়ে গিয়েছে। আর 2300 এর উপরে লোক ভিডিওটি কে পছন্দ করেছেন। অপরদিকে 343 বার এই ভিডিওটির রিট্যুইট করা হয়েছে। অর্থাৎ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। (A video of disciplined dog on Twitter shared by an IFS Sudha Ramen Mam goes viral)

স্বভাবতই, ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুধা ম্যাডামের এই ভিডিওটির প্রত্যেকে প্রশংসা করেছেন। অনেকে বলেছেন যে, আমরা মানুষেরা অনেক সময় ট্রাফিক আইন মেনে চলি না। আমাদের প্রত্যেকের উচিত এই কুকুরটির থেকে শিক্ষা নেওয়া। এছাড়া এর আগেও সুধা ম্যাডাম এরকম শিক্ষামূলক ভিডিও পোস্ট করেছেন।

a video of a dog follows traffic rules in India
কুকুর যে কত ডিসিপ্লিনড তা এই ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না (Credit : IFS Sudha Ramen Mam on Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।