এই মিষ্টি বাচ্চাদের ভিডিও দেখলেই আপনার আদর করতে ইচ্ছা করবে
প্রিয় পাঠকেরা, করোনা মহামারীর ফলে সমস্ত বিশ্ব হতবাক। অধিকাংশ মানুষকে ঘরে বন্দী হয়ে থাকতে হচ্ছে। তবে এর মধ্যেই সাধারণ মানুষেরা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। আর স্বাভাবিকভাবেই টেকনোলজির হাত ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটাচ্ছেন জনসাধারন। ঠিক সে রকম ভাবেই এক ব্যক্তি মুরগির মিষ্টি ছানাদের ভিডিও আপলোড করলেন ইউটিউবে (A Youtuber shares a video of cute chickens)।
মূলত শখের বশেই তিনি এই ভিডিওটি আপলোড করেছেন। এরকমভাবে আরো অনেকে তাদের নিজেদের নাচ, গান কিংবা শখের কাজকর্মের ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন।ওই ব্যক্তি এই ভিডিওটির নাম দিয়েছেন ‘Chicken souT’. চলুন জেনে নেই এই ভিডিওতে কি রয়েছে?

এই ভিডিওতে মুরগির মিষ্টি ছানাদের দেখতে পাওয়া যাচ্ছে। মূলত এই বাচ্চাগুলোর খাওয়ার একটা দৃশ্য ক্যামেরাবন্দী ঐ ব্যক্তি। প্রথমে দেখা যাচ্ছে বাচ্চাগুলো ছোট ছোট দানা খাচ্ছে। এরপর একটি বাচ্চা দেখতে পেল অন্য একটি বাচ্চা বড় আকারের একটি খোসা খাওয়ার চেষ্টা করছে। আর তাই দেখে সে ঝাঁপিয়ে পড়ল বাচ্চাটির ওপর। এরপর ঘটলো আরো মজার কান্ড। (Funny cockerel acts on Youtube channel ‘Jo Stert’)
ওই বাচ্চাটা খোসাটা নিয়ে দৌড় দিল একদিকে। তবে মজার ব্যাপার হল এই যে সে কিন্তু ওই খোসাটি খেতে পারলো না। এরপর অন্য একটি বাচ্চা আবার তাকে ধাওয়া করতে শুরু করে দিলো। এইভাবে তাদের খাওয়া-দাওয়া চলতে থাকে। (murgi chhana, murgir bachcha)
মূলত এই ভিডিওতে প্রতিযোগিতার সাথে সাথে বন্ধু ভাবাপন্ন মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে। আর এরা যেন সেই মানুষের ছোট বাচ্চাদের মতোই ব্যবহার করছে। আর বাচ্চাগুলো বেশিরভাগেরই গায়ের রং হলুদ। একজনের গায়ের রং সাদা সাদা কালোর মিশ্রণ এবং অন্য দুজনের হলুদের সাথে কালোর মিশ্রণ রয়েছে। সর্বমোট 6 টি বাচ্চা দেখতে পাওয়া গেলো।