প্রকাশ্যে এল বলিউডের প্রথম সারির অভিনেতা আমির কন্যা ইরার প্রেমের গল্প
প্রেম এবং ভালোবাসা ব্যাপারটা কখনোই লুকানোর জিনিস না, চাইলেও পারবেন না বললেই হয়। এককথায় প্রেম অথবা ভালোবাসা এগুলো অনেকটা দেখানোর মত, তাই না লুকিয়ে চুরিয়েই সকলের সামনেই নিজের প্রেমের গল্প তুলে ধরলেন আমির খানের কন্যা ইরা, তবে সে বিষয়ে তিনি সম্পূর্ণ পরিষ্কারভাবে কিছুই বলেননি। (Bollywood Xossip : Aamir Daughter Ira Khan love rumours with fitness trainer Nupur Sikhar)
বলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকেই এই খবরটা প্রকাশ্যে আসে, জানা যায় আমির-কন্যা ইরা প্রেম চালাচ্ছে তার বাবার ফিটনেস ট্রেইনার নুপুর শিখরের সঙ্গে। সম্প্রতি তারা একে অপরকে ডেট করছে বলে জানা যায়।
ইরা হল আমির খানের প্রথম স্ত্রীর সন্তান। বয়স তার ২৩, কিন্তু জানা যায়, ইরা যার সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়িত সে প্রায় ইরার থেকে অনেক বড়ো। আগে ইরার সঙ্গে সম্পর্ক ছিল নিউ ইয়র্কের এক মিউজিক ডিরেক্টরের কিন্তু সে সম্পর্ক বেশিদিন ছিলনা, এর পরেই দ্বিতীয় সম্পর্কে জড়ায় ইরা।
ইরা এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত, ক্যামেরার সামনে তিনি কাজ এখনো পর্যন্ত শুরু করেনি। ছোট ছোট থিয়েটার এবং অন্যান্য কাজ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আরও অভিজ্ঞ হতে চায়। বলিউডের বেশ নামকরা ফিটনেস ট্রেইনার হলেন নুপুর। তিনি বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী যেমন সুমিতা সেন এবং সহ আরও অনেকেরই ফিটনেস ট্রেইনার।
নুপুর ইনস্টাগ্রামের প্রোফাইলে আমির কন্যার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, সেখানে দেখা গেছে দুজনাই সাবেকি আনা সাজে সজ্জিত হয়েছে। ইরার পরনে ছিল শাড়ি এবং নুপুরের পরনে ছিল কুর্তা। এই ছবিকে ঘিরেই বলিউড জগতে বেশ কানাঘুষো শোনা গেছিল, অবশ্য এই বিষয়ে ইরা এবং নুপুর কোন কিছুই স্পষ্ট ভাবে কাউকে জানায়নি।
