খবরদেশবিদেশসর্বশেষ

২০১৯ সালে সমীক্ষা অনুযায়ী প্রায় ১৬ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে বায়ু দূষণ।

২০২০ সাল, বছরটা আমাদের কাছে এরকম ভয়াবহ আকারে দেখা দেবে তা আমরা কখনও ভেবে উঠতে পারিনি। বছরের শুরুর কিছু মাস যেতে না যেতেই আমাদের জীবনে চলে এলো এক ভয়াবহ মহামারী যার জন্য বিশ্ব আতঙ্কিত। চারিদিকে পাল্লা দিয়ে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরকম পরিস্থিতিতে কিভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে তার কোন সঠিক দিক এখনো খুঁজে পাওয়া যায়নি।

করোনার সাথে সাথে হয়ে চলেছে প্রাকৃতিক বিপর্যয় কখনো সেটা হয়ে আসছে বন্যার আকারে কখনো ভূমিকম্পের আকারে কখনো আবার বিস্ফোরণের আকারে।

এরইমধ্যে ২০১৯ সালের সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে গত বছর প্রায় ১৬ লক্ষ মানুষ মারা যান বায়ু দূষণের কারণে। এই রকম পরিস্থিতিতে মৃত্যুর কারণ হিসেবে আরেকটি উদাহরণ উঠে এসে মানুষের চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। (About 18 lakh people lose their life due to air pollution in 2019)

“স্টেট অফ গ্লোবাল এয়ার” সমীক্ষা করে যে রিপোর্ট দিয়েছেন ,যার তথ্য অনুযায়ী জানা যায় যে এই বছর ঘরে এবং বাইরে দুই পরিবেশের জন্য মৃত্যু ঘটতে পারে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে বায়ু দূষণের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে বায়ুদূষণ বললেও ভুল হবে বলা যায় ব্যাপারটা বায়ুতে বিষাক্ত গ্যাসের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে যা মানুষের প্রাণ দিনে দিনে কেড়ে নিচ্ছে। (Survey report from State of Global Air)

বায়ুদূষণ যত বাড়ছে ততোই মানুষের জীবনের আয়ু কমে যাচ্ছে। এই বায়ু দূষণের কারণে দেখা যাচ্ছে ফুসফুসের সংক্রমণ হওয়ার রোগ বেড়ে যাচ্ছে সাথে হার্টের রোগ ও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে।

সমীক্ষা অনুযায়ী দেখা গেছে ২০১৯ সালে দূষণের কারণে প্রায় ১,১৬০০০ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। সমীক্ষা অনুযায়ী আরও বলা হয়েছে যে সময়ের আগে অথবা যে সদ্যজাত এর ওজন ভীষণ কম হয় এগুলোর পিছনেও বায়ু দূষণের প্রভাব রয়েছে।

” হেলথ এফেক্টেড ইনস্টিটিউটে” রিপোর্ট থেকে জানা যায় যে ২.৫ দূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ভারত।

সুতরাং বোঝাই যাচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ব্যাপারে বায়ু দূষণের প্রভাব যথেষ্ট উদ্বেগজনক। এই বায়ু দূষণের প্রভাব যদি কমানো না যায় তবে এই সমস্যা একদিন কোথায় গিয়ে পৌঁছবে তা ভাবলেই এক ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।