সুশান্তকে কালা জাদু করেছে রিয়ার পরিবার – দাবি রিয়ার প্রতিবেশী যুবতীর

জুন মাসের 14 তারিখে ঘটে গিয়েছে এক নক্ষত্র পতন। কেউ কোনওভাবেই সুশান্তের এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না। আর সুশান্তের মৃত্যু নিয়ে ক্রমাগত রহস্য ঘনীভূত হচ্ছে। আর এই ব্যাপারটা যে আত্মহত্যা নাকি প্ল্যানমাফিক খুন তা এখন ও পর্যন্ত জানা গেল না। আর এরই মধ্যে বিভিন্ন লোকজন সুশান্তের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার জন্য তার বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে আঙ্গুল তোলা হয়েছে । তো এবার নতুন এক অবাক করা তথ্য উঠে এলো। আর এই বিস্ফোরক ব্যাপারটি বলল রিয়া চক্রবর্তীর এক প্রতিবেশী মেয়ে।

তার মতে, সুশান্তকে কালা জাদু তে বশ করেছিল রিয়া চক্রবর্তীর বাড়ির লোকেরা। তাছাড়া, সুশান্তের মৃত্যুর পর বলিউডের এক নোংরা দিক সবার সামনে উন্মোচিত হয়ে যায়। স্বজনপোষণের বিতর্কে বলিউডের হেভিওয়েট তারকাদের কে সবাই দোষারোপ করতে শুরু করে দিয়েছেন। সুশান্তের মৃত্যুর দুমাস হয়ে গিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে চাইছে সুশান্তের মৃত্যুর বিচার। তবে বৃহস্পতিবার রিয়ার প্রতিবেশী এক যুবতী ভয়ানক তথ্য বললেন। তার দাবি অনুযায়ী, সুশান্তকে নাকি খুন করা হয়েছে। আর তিনি এই ব্যাপারে শতকরা একশোভাগ সুনিশ্চিত।

আর এই ব্যাপারটি সম্পর্কে ওই মেয়েটি আরো বিস্তারিত বললেন। তার কথা অনুসারে, “সুশান্ত ইউরোপে গিয়েছিলেন। সেখান থেকে ভারতে আসার পর রিয়াদের সঙ্গে তাদের বাড়িতে তিন মাস থেকেছিলেন । আর ঠিক সেই সুযোগটার সদ্ব্যবহার করে রিয়ার পরিবার। সুশান্তের উপর কালা জাদু প্রয়োগ করে দেয় রিয়ার বাড়ির লোকেরা (According to Rhea’s neighbour girl, Black Magic is applied on Sushant by Rhea’s family)। আর এরপরই সুশান্তের মধ্যে এক অস্বাভাবিক পরিবর্তন ঘটতে থাকে।”

ওই যুবতী আরো বলেন,”আর দেরি না করে রিয়া চক্রবর্তীর মাকে অ্যারেস্ট করা উচিত সিবিআইয়ের। তার কালা জাদু সম্পর্কিত প্রচুর জ্ঞান রয়েছে। আর আপনারা জিজ্ঞাসা করলেই খুব সহজেই বুঝতে পারবেন।” তবে এই যুবতীর দাবির সত্যতা নিয়ে এখনো কোন যাচাই হয়নি।

ইতিপূর্বে সুশান্তের রান্নার লোক নীরাজ ঠিক একই প্রকারের কথা ব্যক্ত করেছিলেন। তিনিও বলেছিলেন যে, রিয়া তার বাড়িতে কালা জাদু সংক্রান্ত এক পুজোর অনুষ্ঠান সম্পন্ন করেছিল। অপরদিকে সুশান্তের পূর্বের ম্যানেজার অঙ্কিত আচার্য একই ধরনের দাবি তোলেন। সেও বলেছিল যে, রিয়া নাকি রহস্যময় পূজার্চনা করত। তাহলে পাঠকেরা আপনারা কি ভাবছেন ? রিয়া কি সত্যিই ব্ল্যাক ম্যাজিক জানতো ? তবে এই ব্যাপারটি এখনো যাচাই করা হয়নি।

জুন মাসের 14 তারিখে সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে মুম্বাই পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে অনুমান করেছিল। তবে সুশান্তের বাবা এই কথাটি কিছুতেই মানতে চাননি। তাছাড়া এই বিখ্যাত অভিনেতা মৃত্যুতে সুশান্তের অনুরাগীরা প্রচন্ড হৈচৈ ফেলে দেয়। তাছাড়া স্বজনপোষণের অভিযোগ উঠে আসে।

এরই মাঝে রিয়া চক্রবর্তী এবং তার পরিবার সহ আরো অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। তাছাড়া সিবিআই পুরোদমে কাজ শুরু করে দিয়েছে এই মৃত্যু মামলার রহস্য ভেদ করতে। সোশ্যাল মিডিয়া জাস্টিস ফর সুশান্ত তে ভরে গিয়েছে। এছাড়াও সুশান্তের বাবার অভিযোগ যে, রিয়া দীর্ঘদিন ধরে সুশান্তকে বিষ খাইয়া আসছিল। তার দাবি রিয়াকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক।