খবরবিনোদনসর্বশেষ

“অভিনেত্রী দেবলীনার বাড়িতে কি গরুর মাংস রান্না হয় ?” – রুদ্রনীল ঘোষ – Rudanil Ghosh on Debleena Dutt Beef Controversy

একটি মন্তব্য পেয়ে কেন্দ্র করে দেবলীনা দত্ত এবার নানারকম মন্তব্যের শিকার হচ্ছেন আগের মন্তব্যের বিরুদ্ধেও যথেষ্ট মন্তব্য করেছেন অনেকেই। যার জন্য সায়নী এবং দেবলীনার বিরুদ্ধে আছে নানা রকম নারীবিদ্বেষী মন্তব্য। স্বাভাবিকভাবেই এই মন্তব্য করতে অভিনয় জগতের অনেকেই ছিল এবং ছিল শিল্পী জগতের অনেকে। এবং অভিনেতা-অভিনেত্রী শিল্পীসহ শিল্পীদের নিয়ে একটি সভা করা হয়েছিল এবং যেখানে উপস্থিত ছিলেন না অভিনেতা রুদ্রনীল। (Tollywood Controversy News : Actor Rudranil Ghosh comments Recent controversy on Debleena Dutt Mukherjee)

রুদ্রনীলকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি এই সভায় কেন উপস্থিত ছিলেন না। বিষয়ে অভিনেতা জানায়, দেবলীনা এবং সায়নী সম্পর্কে যে, নারীবিদ্বেষী মন্তব্য শোনা যাচ্ছে আগে সেই অভিযোগ সাইবার সেলে করা উচিত ছিল, সেখান থেকে কোনরকম সুরাহা মিলেছে কি? যদি মিলে থাকে তবে রাস্তায় আবার নামার দরকার কি?

তিনি আরো বলেন যে,” এই ধরনের একটি মন্তব্যের জন্য সাধারণ মানুষ থেকে সকলেই ধর্মীয় ভাবাবেগে যথেষ্ট আঘাত পেয়েছে। অভিনেত্রী বলেছে নাকি তিনি পুজোতে গরুর মাংস করেন, এইরকম একটি কথা শুনেও অভিনেত্রীর মাও ভয়ে রয়েছেন । তাকে কি প্রশ্ন করা হয়েছিল তিনি কোন দিন গরুর মাংস রেঁধেছেন কিনা?তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন।

নারীবিদ্বেষী মন্তব্য করার জন্য একটি মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে দেখা যায়নি রুদ্রনীলকে। কেন দেখা যায়নি এ বিষয়ে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তখন তিনি বলেন যে,” তিনি কোনরকম ভাবেই মিছিলের কথা জানতেন না। তাই সেখানে তিনি উপস্থিত ছিলেন না।

তিনি আরো বলেন যে,” সোশ্যাল মিডিয়ায় আজকের প্রত্যেকটা মানুষই ট্রোলের শিকার হচ্ছে, আগে উচিত সাইবার সেলে জানানো এবং তারপর যদি কোনরকম সুরাহার না পেয়ে থাকে তবে উচিত মিছিল নিয়ে রাস্তায় বেরোনো। তিনি উদাহরণস্বরূপ একটি বিষয়কে তুলে ধরেন যেখানে তিনি বলেন যে আগে একবার রাজ্যপাল প্রধানমন্ত্রীর সাথে একটি ছবি দিয়েছিলেন এবং সেখানে একটি বানানে ভুল হয়েছিল ,যার জন্য সেটা নিয়ে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রাজ্যপালকে”।

তিনি আরো বলেন যে, “ভোটের আগে এই ধরনের উত্তেজনাপূর্ণ কাজবাজ গুলি হয়ে থাকে, কিন্তু ভোট শেষ হয়ে যাবে তখন সাধারণ মানুষ আবার চুপচাপ। তাই এইসব নিয়ে মাতামাতি করার আমার কোন দরকার নেই। হ্যা তবে দেবলীনা দত্ত কে যদি কেউ ধর্ষণের হুমকি দেয় তাহলে অবশ্যই উচিত নয়। এই বিরুদ্ধে অবশ্যই প্রশাসন এবং পুলিশ যুক্ত থাকা উচিত”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।