বিনোদন

“আমি ভায়োলেন্স পছন্দ করি না, কিন্তু ভায়োলেন্স পিছু ছাড়ে না”, অভিনেতা ইয়াশ (কেজিএফ)

ইতিমধ্যে কেজিএফ চ্যাপটার টু সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে। প্রত্যেকে আগামী 14 তারিখের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আর ইতিমধ্যে এই সিনেমাটির টিকিট অ্যাডভান্সড বুকিংয়ে রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। এরইমধ্যে এই সিনেমাটির ট্রেলার ইয়াশ ওরফে রকি ভাইয়ের বলা কথাগুলো শুনে যেন শরীর মন শিহরিত হয়ে উঠছে। (Actor Yash has a huge entry scene in KGF chapter 2)

ইয়াশ এবং তার টিম দেশের বিভিন্ন প্রান্তে কেজিএফ চ্যাপটার টু সিনেমাটি প্রমোশন করছেন। আর প্রতিটি সেন্টারে কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। আর তা হল দর্শকদের উপচে পড়া ভিড়। আর এই ভিড় থেকে একটা কথা স্পষ্ট যে তারা এই সিনেমাটি কতটা ভালোবেসে ফেলেছেন।

আর এই সিনেমাটির ট্রেইলার কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ভাষায় পাবলিশ করা হয়েছে। সবথেকে বেশি ভিউ পেয়েছে তেলেগু ভাষায় যা 32 মিলিয়ন। আরে ট্রেইলারের একটা অংশে ওরফে রকি ভাই এর বিখ্যাত একটা ডায়ালগ রয়েছে।

তিনি সেখানে বলছেন,”ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স! আমি এটা একদমই পছন্দ করি না। আমি সব সময় ভায়োলেন্স এড়িয়ে চলতে ভালোবাসি। কিন্তু ভায়োলেন্স আমার পিছু ছাড়তে চায় না। তাই আমিও জড়িয়ে পড়ছি বারবার।”

actor yash has a huge entry scene in kgf chapter 2
“আমি ভায়োলেন্স পছন্দ করি না, কিন্তু ভায়োলেন্স পিছু ছাড়ে না”, অভিনেতা ইয়াশ (কেজিএফ)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।