খবরবিনোদনসর্বশেষ

“নায়িকা হওয়ার জন্য বাড়িতে মিথ্যা কথা বলেছিলাম”- মিমি চক্রবর্তী

মিমি, একদিন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে এসেছিল বাড়ির লোককে মিথ্যে কথা বলে। অতি সাধারন পরিবারের মেয়ে মিমি, সেই জন্য অভিনেত্রী হওয়াটা খুব একটা সহজ ছিল না। তবুও সে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন পূরণ করার জন্যই বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। অবশেষে তার সংগ্রাম এবং তার স্বপ্ন দুটোই সে পূরণ করতে পেরেছিল। সে আজ টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। (Tollywood News : Actress Mimi Chakraborty tells lie to her parents to become an actress)

মিমি এখন শুধু অভিনেত্রী নয় সঙ্গে তাঁর আরেকটি পরিচিতিও আছে,সে যাদবপুরের সাংসদ। গ্ল্যামার ওয়ার্ল্ড এবং অন্যদিকে রাজনীতি খুব সুন্দর ভাবে পরিচালনা করছেন। মিমি জলপাইগুড়ির মেয়ে। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই সে কলকাতায় পা রেখেছিল। কলকাতায় এসে মাত্র ৩০০০ টাকায় সে তার এবং পড়া এবং আনুষাঙ্গিক খরচ মেটাতেন। পড়াশোনা করতে করতেই তিনি বিভিন্ন অডিশনে পার্টিসিপেট করতেন।

এক সময় তার স্বপ্ন কিছুটা হলেও পূরণ হলো কারণ প্রথম তিনি সুযোগ পান মডেলিং করার জন্য। এরপর আস্তে আস্তে তিনি সুযোগ পান সিরিয়ালে। সিরিয়াল থেকেই তিনি সরাসরি প্রবেশ করেন সিনেমা জগতে, এখান থেকেই তাঁর যাত্রা শুরু অভিনেত্রী মিমি চক্রবর্তী নামে।

Mimi Chakraborty in a sunglass and black jacket
কালো জ্যাকেট এবং সানগ্লাসে অসামান্যা মিমি চক্রবর্তী (Credit : @mimichakraborty on Instagram)

তার অভিনয় সাধারণ মানুষের মনকে খুব তাড়াতাড়ি জয় করে নেয়। ‘ড্রাকুলা স্যার’ নামক নতুন ছবিটিতে তিনি অভিনয় করছেন মঞ্জুরীর ভূমিকায়। মঞ্জুরীর ভূমিকা নিয়ে যখন মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে, মঞ্জুরী হলো একটি শক্তিশালী চরিত্র।

মঞ্জুরী সেই সময়ের মেয়ে যখন মেয়েদের মিছিলে কোনরকম হাঁটার অধিকার ছিল না এবং বিধবা মহিলাদের কোণঠাসা করে রাখা হতো। মঞ্জুরি কখনোই রাষ্ট্র বিরোধী হওয়ার জন্য ভয় পাননি তিনি তার লড়াই চালিয়ে গেছেন। এই ছবিটিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। দেবালয় ভট্টাচার্য্য এই ছবিটির পরিচালক।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।