খবরবিদেশবিনোদনসর্বশেষ

বন্ধুর গালে চুমু, মিমির সাথে ছবি পোস্ট করলেন নুসরত

London: তারা দুজনই অভিনেত্রী। তার পাশাপাশি দুজনেই তৃণমূল কংগ্রেসের সংসদ। দুজনেই তাদের ক্যারিয়ারে সফলতা অর্জন করেছেন। একজন হলেন মিমি চক্রবর্তী অপরজন হলেন নুসরত। বহুদিন গৃহবন্দি থাকার পরে এবার দুজনেরই সিনেমা জগতের কাজ শুরু হয়ে গেছে। পরবর্তী সিনেমার জন্য ইতিমধ্যেই লন্ডনে পৌঁছেছিলেন নুসরত। সম্প্রতি লন্ডনে পৌঁছালেন মিমি চক্রবর্তীও (Actress Nusrat Jahan reaches London for her upcoming movie shooting. Meanwhile, Mimi Chakraborty also reches there.)।

এই দুই অভিনেত্রীর বন্ধুত্বের কথা অজানা নেই কারোর। দুজনে বাংলা সিনেমার খুবই পরিচিত মুখ।লন্ডনে গিয়ে একসাথে দুজনের দেখা হতেই আলতো করে বন্ধুর গালে চুমু খেলে নুসরত। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করে লিখলেন, “জাব উই মেট” (Actress Cum TMC MP Nusrat Jahan kisses her bosom friend Mimi Chakraborty. Jab Nusrat meets Mimi)।

মিমিও পোস্ট করলেন দুজনের ছবি একসাথে। সেখানে দুজনে টেবিলে বসে খাওয়াদাওয়া করছিলেন। লন্ডনে পৌঁছেই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন নুসরাত জাহান। এবার লন্ডনে পৌঁছে মিমি চক্রবর্তীও লন্ডনের মনোরম পরিবেশ তুলে ধরলেন সকলের সামনে। সাথে বলতে ভুললেন না সেখানকার আবহাওয়ার কথা। ক্যাপশনে লিখলেন,” জমে গিয়েছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, টলিউডের নামকরা নায়ক যশ দাশগুপ্তের আগামী সিনেমা এস এস কলকাতার শুটিংয়ের অন্দরমহলের ঝলক পাবার জন্য এতদিন উৎসাহী ছিল দর্শক মহল। সমস্ত নিয়মাবলী মেনে চলছে শুটিংয়ের কাজ। খুব কম সংখ্যক কলাকুশলী নিয়ে কাজ শুরু হয়েছে। এই ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক।পোস্টারে দেখা যাচ্ছে যশ বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং পাশে তাকে জড়িয়ে ধরে আছেন একটি বাচ্চা মেয়ে। আগামী পুজোতেই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি (Actress Nusrat Jahan’s upcoming movie is SOS Kolkata will be released on Durga Puja 2020 . The main actors in this movie is Nusrat Jahan, Mimi Chakraborty and Yash Dasgupta under Jarek Entertainment’s Banner)।

এই মুহূর্তে মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি। তবে এই সিনেমায় মিমি এবং নুসরত দু’জনকেই ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, আউটডোর শুটিং করা যেতে পারে। তবে ফাঁকা জায়গায় ৪০ জনের বেশী মানুষ থাকতে পারবেন না সেই শুটিংয়ে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।