খবরবিনোদনরাজনীতিরাজ্যসর্বশেষ

পায়েলের মুখ্যমন্ত্রীকে খোঁচা, “বাংলায় যে সব মেয়েরা আছে তারা সবাই স্কুটি চালাতে পারে”

West Bengal Election 2021 : বিধানসভা ভোটকে কেন্দ্র করে এখন নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। করোনা মহামারীর পরে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল-ডিজেল সমস্ত কিছুর দাম প্রায় এখন ঊর্ধ্বমুখী। এইবার এইরকম একটি মূল্য বৃদ্ধির প্রতিবাদ করল স্বয়ং মুখ্যমন্ত্রী, তাও আবার নতুন পদক্ষেপ নিয়ে। (actress Payel Sarkar comments on Bengal CM Mamata Banerjee on scooter riding)

বৃহস্পতিবার দিন তিনি ই- স্কুটি করে প্রতিবাদ করলেন মূল্য বৃদ্ধির জন্য। বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের স্কুটিতে প্রতিবাদ জানায় এবং তারপরে দ্বিতীয় দফায় নবান্ন থেকে তিনি যখন বাড়ি ফেরেন সেইসময় ইলেকট্রিক স্কুটি করে তিনি প্রতিবাদ করেন। (Mamata Banerjee on Firhad Hakim’s scooter)

মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাস, ডিজেল এবং পেট্রোল এগুলির মূল্য বৃদ্ধির জন্যই প্রতিবাদ করছেন। এইরকম একটি ছবি যখন সংবাদ মাধ্যমে প্রকাশ পায় তার পরেই মুখ্যমন্ত্রী নিয়ে কটাক্ষ করেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী পায়েল সরকার। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তিনি স্কুটি চালাচ্ছে এবং সেখানে ক্যাপশন হিসেবে তিনি লেখেন যে,” বাংলায় যেসব মেয়েরা রয়েছে তারা সবাই স্কুটি চালাতে পারে”।

সম্প্রতি পায়েল বিজেপিতে যোগ দিয়েছেন। একদিকে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোলের মূল্যবৃদ্ধি জন্য যখন “বাংলার এনার্জি মমতা ব্যানার্জি” এই স্লোগানটি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, সেই সময়ে এই প্রতিবাদের পাল্টা উত্তর দিলেন পায়েল সরকার তার ছবির মাধ্যমে।

অভিনেত্রী পায়েল সরকার বৃহস্পতিবার দিন বিজেপিতে নিজের নাম লেখান, এবং জানান যে, নরেন্দ্র মোদি যে আদর্শ যে প্রতিজ্ঞা নিয়ে চলেন, তিনি তার জন্য অনুপ্রাণিত এবং যার জন্যই তিনি বিজেপিতে যোগদান করছেন। পায়েল আরো জানায় যে, মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষকে সাহায্য করার জন্যই তিনি বিজেপিতে প্রবেশ করছেন। পায়েল সরকার বলেন যে, বিজেপির হয়ে তিনি ভোটে দাঁড়াবেন এবং লড়বেন।

actress payel sarkar comments on cm mamata banerjee on scooter riding
পায়েলের মুখ্যমন্ত্রীকে খোঁচা, “বাংলায় যে সব মেয়েরা আছে তারা সবাই স্কুটি চালাতে পারে”