খবরবিনোদনরাজনীতিসর্বশেষ

“রাজ্যের মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দিলাম” – শ্রাবন্তী চ্যাটার্জী – Srabanti Chatterjee BJP

খুব কম বয়সে তিনি পদার্পণ করেছিলেন ইন্ডাস্ট্রিতে। তার সৌন্দর্য এবং অসাধারণ ব্যবহার সহজে মুগ্ধ করেছিল সকলকে। ব্যক্তিগত জীবন যেমনই হোক না কেন, সিনেমা জগতে তাঁর অসাধারণ অবদান আমরা অস্বীকার করতে পারিনা। এবার সিনেমার পাশাপাশি তিনি নাম লেখালেন রাজনীতির মঞ্চে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে সোমবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। (Tollywood in politics : Actress Srabanti Chatterjee is so happy after joining BJP and wishes to work for people)

দীর্ঘ লকডাউনের পর যেনো চলতি বছরের বিধানসভা ভোট একেবারে অন্য রূপ ধারণ করতে চলেছে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা যোগ দিচ্ছেন বিজেপি এবং তৃণমূলে। কাঞ্চন মল্লিক থেকে শুরু করে যশ দাশগুপ্ত সকলেই নাম লিখিয়েছেন রাজনীতির পাতায়। (desher manusher jonno, rajyer manusher jonno kaaj korte BJP te jog dilam, bollen Srabant)i

https://www.instagram.com/tv/CL4Xlxkh81z/?utm_source=ig_embed&utm_campaign=loading

তবে শ্রাবন্তীর গল্পটা একটু হলেও অন্য।প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে বাবা কে অনুসরণ করার। শ্রাবন্তীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছোটবেলা থেকেই তিনি বাবার আদর্শ বড় হতে চেয়েছেন। তার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। তার বাবা তাকে শিখিয়েছিলেন যে, সবার আগে আমাদের উচিত দেশকে সেবা করা। তাই বাবা কে অনুসরণ করার সময় এখন চলে এসেছে বলেই মনে করছেন অভিনেত্রী।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, তার বাবা চিরকাল সমাজসেবক কাজে লিপ্ত থাকতেন। বিজেপির হাত ধরে সেই কাজে লিপ্ত থাকার কথা জানালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে আসার সিদ্ধান্ত নেবার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে, মানুষ তথা দেশের মঙ্গল স্বার্থে আমার এই দলে যোগদান। দেশের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে আমি রাজনীতিতে যোগদান দিলাম।

actress srabanti chatterjee is so happy after joining bjp
“রাজ্যের মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দিলাম” – শ্রাবন্তী চ্যাটার্জী – Srabanti Chatterjee BJP