বিনোদনভাইরালসর্বশেষ

শূন‍্য থেকে সাফল্যে পৌঁছনোর গল্প শোনালেন “আদালত”-এর “কে ডি পাঠক”

ছবি সুপার হিট হওয়ার পরেও একসময় সেভাবে কাজ পাননি হিন্দি ধারাবাহিক আদালতের অভিনেতা কেডি পাঠক অর্থাৎ রনিত রায়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রত্যেক নতুন চরিত্র পাওয়ার পর নিজেকে গড়ে তোলেন। তাঁর ছবি হিট হ‌ওয়ার পর‌ও বলিউড ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি তিনি। কিন্তু কখনোই ধৈর্য হারিয়ে ফেলেননি। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন অনেক সময় কাটিয়েছেন তিনি যখন ডাল রুটি খেয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তখনও তিনি হাল না ছেড়ে অপেক্ষা করেছেন সুযোগের জন্য। যখন তিনি ছবিতে সুযোগ পান নি তখন সিরিয়ালের সুযোগ খুঁজেছেন।

বর্তমানের রনিত রায় কাজ করছেন ওয়েব সিরিজে‌ও। তিনি বিশ্বাস করেন সকলের জীবনে দ্বিতীয় বার সুযোগ হয়তো আসে না। কিন্তু প্রতীক্ষার জন্য তিনি দ্বিতীয়বার সুযোগ পেয়েছেন। চেষ্টা করেছেন নিজেকে দ্বিতীয়বার প্রমাণ করার। ১৯৯২ সালের “জান তেরে নাম” ছবি দিয়ে হিন্দি সিনেমায় পা রাখেন রনিত রায়। এরপর বিভিন্ন ভাষায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। রনিত রায় তামিল, তেলেগু, বাংলা সিনেমাতেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

রনিত রায়কে জনপ্রিয়তা দিয়েছে হিন্দি ধারাবাহিক “আদালত”-এর “কেডি পাঠক”-এর চরিত্র (Actor Ronit Roy gets fame after acting in a Hindi serial ‘Adaalat’ as KD Pathak )। যা এখনো মনে রেখেছে দর্শক। বাংলাদেশের বিভিন্ন ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে ভারতীয় টেলি ইন্ডাস্ট্রিতে রনিত রায় একজন সবোর্চ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা‌দের মধ‍্যে একজন।

তিনি জানান “জান তেরে নাম” ছবি সুপারহিট হয়। আজকালকার দিনে ১০০ কোটি টাকার ছবি। প্রথম ছবি হিট ছিল। তারপর আচমকাই ৬ মাস তিনি কোনো কাজ পাননি। বেশ কিছু ছোটখাটো কাজ করেছিলেন সেই সময়। তিন বছর ধরে সেই কাজ করেছিলেন। তিনি জানান প্রায় চার বছর তিনি বাড়িতে বসেছিলেন। তার গাড়িতে পেট্রোল ভরার টাকা ছিল না। তাই তিনি হেঁটেই যাতায়াত করতেন। তবুও তিনি হেরে যান নি। আর্থিক সংকটের সম্মুখীন হলেও তিনি ভেঙে পড়েননি।

তিনি জানান, সেই সময় ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন বলে উড়ান, আগলীর মতো ছবিতে প্রশংসা লাভ করেছিলেন। তিনি আরো জানিয়েছেন, তৈলমর্দনের মধ্যে দিয়ে তিনি কাজ করতে পারেন না। স্বাভাবিকভাবেই এই সেজন্যই তাকে কষ্ট সহ্য করতে হয়েছে। সেভাবেই তিনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখেন। বর্তমানে তিনি তার ফ্যানদের দেখে মনে করেন। তিনি কোন ভুল করে করেননি। তিনি সঠিকপথে‌ই এগিয়ে‌ছেন।