খবররাজ্যসর্বশেষ

ঘাটালে পথ অবরোধ করলো আদিবাসীরা। দাবি, অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ

ঘাটাল চন্দ্রকোনা কাছে রাজ্য সড়কে অবরোধ করলো ভারত জাকাত মাঝি আদিবাসী পরগনার আদিবাসী বাসিন্দারা। ঘাটালের আদিবাসী গ্রামে ১৪ টি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য। সেখানকার বাসিন্দারা সকাল ৬ টা থেকে রাজ্যের জাতীয় সড়কে অবরোধ শুরু করেছে। স্কুলের শিক্ষক নিয়োগ ছাড়াও আরো কয়েকটি বিষয়ে তারা পথ অবরোধ করেছে। (Adibasi performs road strike in Chandrakona, Ghatal to demand for recuiting Santali Ol Chiki language teacher)

ঘাটালের ১৪টি স্কুলে নিয়োগ করতে হবে সাঁওতালি শিক্ষক। চারটি দাবি নিয়ে ভারত জাকাত মাঝি পরগনায় আদিবাসী সংগঠন এই অবরোধ শুরু করেছে। ক্ষিরপাইয়ের হালদারদীঘিতে অঞ্চলে এই অবরোধ শুরু হয়।

আদিবাসীদের মূল দাবী হল বীর সিংহের মূর্তি তৈরি করতে হবে, এবং তার সঙ্গে ১৪টি প্রাথমিক স্কুলের সাঁওতালি শিক্ষক নিয়োগ করতে হবে। তারা দাবি করে যে, প্রশাসন বারবারই তাদের এই দাবি মানেননি এবং রাখেননি।

বারবার প্রশাসনের কাছে তারা এ বিষয়ে অনুরোধ করা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি, এইজন্য এইবারে তারা অবরোধ করার রাস্তা বেছে নিয়েছে ।

এই অবরোধ চলাকালীন যেখানে অবরোধকারীরা বলেছেন যে, যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্ত দাবিগুলি প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হবে, এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হবে তাদের এই সমস্ত দাবিগুলো মেনে নেওয়া ততক্ষণ এই অবরোধ চলতে থাকবে।

Adibasi performs road strike in Chandrakona Ghatal to demand for recuiting Santali Ol Chiki language teacher
ঘাটালে পথ অবরোধ করলো আদিবাসীরা। দাবি, অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।