ক্রিকেটখবরবাংলাদেশসর্বশেষ

“মুশফিক সত্যই এক হিরো”- আফ্রিদি

গত শুক্রবারে বাংলাদেশের বিখ্যাত উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি ব্যাট কুড়ি হাজার ডলার তথা 17 লাখ টাকা মূল্যের বিনিময় ক্রয় করেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সাহিত্য আফ্রিদির সংস্থা। টানা পাঁচ দিন ব্যাপী নিলাম হওয়ার পর আফ্রিদির সংস্থা এই ব্যাটটিকে কিনতে সক্ষম হয়।

আর ব্যাটটি বিক্রয় হওয়ার সঙ্গে সঙ্গেই মুশফিকুর রহিম আফ্রিদিকে ধন্যবাদ জানান। তিনি এটি করেন ফেসবুক লাইভে এসে। তিনি আরো বলেন, এই পুরো 17 লাখ টাকা যে পরিবারগুলো করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বিতরণ করা হবে। এই মহামারী করোনা পরিস্থিতিতে মুশফিকুরের এরকম মানবতামূলক উদ্যোগের অকুণ্ঠ প্রশংসা করেছেন আফ্রিদি। উর্দু ভাষায় এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। মুশফিকুর রহিম আফ্রিদির সেই ভিডিওটি কে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছেন।

দেখুন মুশফিকের সেই ভিডিওটি।

Message from Shahid Afridi

THANKS TO SHAHID AFRIDI FOR PURCHASING MY BAT AND CONTRIBUTING TO THIS CAUSE.Assalamualaikum Mushfiq, what you're doing for your countrymen is truly amazing. Only real life heroes can do something like that. We are going through a tough time, and we need to support each other in order to recover from this situation. The amount of love and respect I have received from Bangladesh over the years will always be remembered. On behalf of the people of Pakistan and the Shahid Afridi Foundation, I would like to purchase your bat and be a part of your journey. My prayers are always with you and I hope Allah helps us recover from this pandemic. I hope to see you on the cricket field soon. Thank you.আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই একাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে পরিমানে ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগন ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়। আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।

Posted by Mushfiqur Rahim on Friday, May 15, 2020

মুশফিকুর রহিমকে সেই ভিডিওতে উদ্দেশ্য করে ক্রিকেটার আফ্রিদি বলেন, “আসসালামালাইকুম। দেশের মানুষের জন্য এই কৃতকার্য সত্যি প্রশংসার দাবি রাখে। আমি আপনি সবাই মিলে একটা জটিল সময় পার করছি। এ সময় আমাদের সবাই সবাইকে সাহায্য করা অত্যন্ত প্রয়োজন যাতে করে এই পরিস্থিতি থেকে খুব সহজেই পরিত্রান পাই।”

আফ্রিদি আরও বলেন, “অতীতে বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি যে পরিমাণে ভালোবাসা লাভ করেছি তা আমার সাড়া জীবন মনে থাকবে ।পাকিস্তানের জনগণ ও শাহীদ আফ্রিদি সংস্থার পক্ষ হতে আমি এই দুর্দিনে আপনার সঙ্গী হতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর পথ চলায় আপনার জন্য সর্বদা আমার আল্লাহর কাছে প্রার্থনা থাকবে। আশা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনার সঙ্গে মাঠে আবারও খেলার জন্য প্রতীক্ষা করে আছি। আশাকরি শীঘ্রই আমাদের আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।”

হাই বন্ধুরা, প্রতিদিন বাংলাদেশী ক্রিকেটের খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার , লিঙ্কেডিন এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *