খবরবিনোদন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নাসিমকে কোটিপতি করে দিলো কেবিসি

কোন মানুষ কিছু মন থেকে চাইলে এবং নিজের উপর বিশ্বাস রাখো একদিন না একদিন জয়ী হয়। এই কথা আরো একবার প্রমান করে দিল নাজিয়া নাসিম নামে একজন মহিলা।পরপর আটটি সিজিন পেরিয়ে অবশেষে তিনি কন বানেগা ক্রোড়পতির মঞ্চে পেলেন বিজয়ী র সম্মান। টানা ১০ বছর পরিশ্রম করার পর অবশেষে তিনি জিতে নিলেন এক কোটি টাকা। তিনি তার জয়ের সব কৃতিত্ব দিয়েছেন তার মাকে। জিতে নিলেন এই সিজনের প্রথম কোটিপতি হবার মুকুট। (After a long wait, KBC Kaun Banega Crorepati finally made Nazia Nasim a millionaire)

১০ বছর পরিশ্রমের ফল তাকে পেতেই হত। টানা আট টি সিজন পেরিয়ে অবশেষে জিতে নিলেন এক কোটি টাকা। একাগ্রতা, বুদ্ধিমত্তা এবং দূরদর্শী তার জন্য তিনি শুধুমাত্র হটসিটে পৌঁছেই ক্ষান্ত হননি, জিতে নিয়েছেন বিজয়ীর তকমা। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেছেন, আমি ভাবতেই পারিনি যে এতদূর যাব। তবে এবার যেন একটি আধ্যাত্মিক শক্তি আমার সঙ্গে ছিল। প্রথম থেকেই আমার যাত্রা পথ খুব মসৃণ ছিল। যখন একটি নির্দিষ্টধাপ পেরিয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে এবার আমার স্বপ্ন সফল হতে চলেছে।

তিনি তার সমস্ত সাফল্যের কৃতিত্ব তার মাকে দিয়েছেন। তিনি বলেছেন,”আমি যখন বড় হয়ে উঠছি,তখন আমার মা আমাকে শেখাতেন কিভাবে সাইকেল চালাতে হয়। সাইকেল চালাতে গিয়ে নানা বাধা-বিপত্তির সম্মুখীন কিভাবে করতে হয়। আমার মাকে শুনতে হয়েছে তুমি মেয়েকে কিন্তু ছেলে করে ফেলেছ। একজন শিশুর ওপর এই রকম পরিস্থিতি কি প্রভাব পড়তে পারে আপনারা জানেন।তবে আমার সঙ্গে প্রতিটি ধাপে লড়াই করার জন্য আমার মা আমার পাশে রয়েছেন।

ছোটবেলা থেকেই কন বানেগা ক্রোড়পতির ভক্ত নাজিয়া। অন্যদের মতোই একটি মধ্যবিত্ত পরিবারের কাছে আকাঙ্ক্ষিত ছিল এই শো তে যাওয়া। শুধুমাত্র টাকার জন্য নয়, তার থেকে অনেকটা বেশি কিছু ছিল তার কাছে এই শো। প্রথম থেকেই তিনি শুধুমাত্র চেষ্টা চালিয়ে গেছেন। কোনদিন থেমে যাবার কথা ভাবতে পারেননি। তার মা তাকে ক্রমাগত দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।ফলস্বরূপ আজ তিনি কন বানেগা ক্রোড়পতির একজন কোটিপতি বিজয়ী।

After a long wait, KBC finally made Nazia Nasim a millionaire
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নাসিমকে কোটিপতি করে দিলো কেবিসি (Credit : Sony TV)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।