টেকনোলজিসর্বশেষ

এয়ারটেল, জিও, নাকি ভিআই, সবথেকে সস্তা কোনটি ?

করোনার প্রকোপ থেকে এখনো সম্পূর্ণভাবে রেহাই পায়নি দেশ তার উপরে আবার আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব “দুর্গোৎসব”। যতই খারাপ পরিস্থিতি যখন যাক না কেন, পুজো মানেই একটি আনন্দের মুহূর্ত। এছাড়াও এখন ওটিটি প্ল্যাটফর্ম -এর চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে জনসমাজে তাই পূজোর এই মুখে ইউজারদের খুশিকে আরো দ্বিগুন করতে টেলিকম কোম্পানী গুলির কোমর বেঁধে উদ্যোগ নিয়ে নিয়েছে (Airtel vs Reliance Jio vs VI Vodafone Idea plans)।

করোনা পরিস্থিতিতে লকডাউনের পর থেকেই ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা বিশেষ ভাবে বেড়ে গেছে। নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ, অরিজিনালস গুলি সহজেই উপভোগ করতে পারছে ইউজাররা। এর ফলে টেলিকম কোম্পানি গুলি তাদের পোস্টপেড কানেকশনকে আরো বেশি প্রসার করার জন্য যত অধিক সম্ভব ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনগুলি যুক্ত করে দিচ্ছে পোষ্টপেড এর সাথে।

আপাতত বাজারে সর্ববৃহৎ টেলিকমদের তালিকায় নজর রাখলে দেখা যাবে তাদের মধ্যে অন্যতম টেলিকম গুলি হল Jio, VI এবং Airtel. এই তিনটি টেলিকমই পাল্লা দিয়ে আকর্ষনীয় অফার নিয়ে আসছে পোস্ট পেড কানেকশনে। তাদের ৩৯৯ টাকার প্ল্যান -এ যে বিশেষ আকর্ষণ গুলি থাকছে সেগুলি নিচে উল্লেখ করা হলো।

jio airtel and vi plan comparison
রিলায়েন্স জিও vs এয়ারটেল vs ভিআই VI -এর প্ল্যান (Photo credit: Google)

রিলায়েন্স জিও -এর প্ল্যান (Reliance Jio Plans) :

জিও এর পোষ্টপেইড গ্রাহকদের জন্য ৩৯৯ টাকার প্ল্যানে থাকছে মোট ৭৫ জিবি ডেটা, এছাড়াও থাকছে প্রতিদিন আনলিমিটেড কল এবং আনলিমিটেড এসএমএস করার সুযোগ। এরপর ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের বিষয়ে বলতে গেলে ইউজারদের বিশেষ ভাবে আকৃষ্ট করবে জিও। অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ডিসনি+ হটস্টার ভিআইপি, এই সবকটির সাবস্ক্রিপশন পাওয়া যাবে এবং তার পাশাপাশি জিওর নিজস্ব অ্যাপ এও থাকছে সম্পূর্ণ ছাড়। জিও আরও একটি বিশেষ আকর্ষণীয় অফার এর সাথে যুক্ত করেছে যেটি হল উপরের অফারগুলি ছাড়াও আরও ২০০ জিবি ডেটা অতিরিক্ত দেয়া হবে ইউজারদের যেটির বৈধতা থাকবে আনলিমিটেড। ইন্টারন্যাশনাল রোমিং এর ক্ষেত্রে ১ টাকা করে চার্জ কাটা হবে।

এয়ারটেল -এর প্ল্যান (Airtel Plans) :

এয়ারটেল এর অন্তর্গত ৩৯৯ টাকার প্ল্যানে থাকছে ৪০ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ তার সাথে থাকছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। কোনরকম ওটিটি সাবস্ক্রিপশন -এর সুযোগ দিচ্ছেনা এয়ারটেল। এয়ারটেলে ২০০জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে, তবে এটির ক্ষেত্রে বৈধতা থাকবে ৬ মাস।

ভিআই VI -এর প্ল্যান (VI- Vodafone Idea Plans):

ভিআই এবং এয়ারটেল এর প্ল্যান একই রকম। এখানেও গ্রাহকরা পাবেন ৪০ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০ টি করে এসএমএস প্রতিদিন। থাকছে না কোন ওটিটি সাবস্ক্রিপশন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।